পাতা:মানিক বন্দ্যোপাধ্যায় রচনাসমগ্র প্রথম খণ্ড.djvu/৫০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bang labOOKS. in (? OO মানিক রচনাসমগ্ৰ "ఒ"క్ష్వా cao áo G6 sa, ví <... w gwi S TT rMB TML T LgL MTAYYTAAA AAAALSS - Seshaw l-armer »F ه- ar የህኳ/Cሎት ിജ്ഞ മൗ ജg ആr r് ദൈം . smary wrovfra -gir '് ' ('s a r് (- ( 9)7t fr s Karaewr ársa éag- ് ! ദ് റ്- ന്യൂ ( r. വ്വറ ദ്വൃ சாறு(3 &அத-ே ಆಕ° - Āoနာ့r, OWarfaizal mese } nجنگ جا -్య. " "శి" **ండ్గా দিবারাত্রির কাব্য উপন্যাসের ভূমিকা বুপে লিখিত অংশের পাণ্ডুলিপি চিত্র ডি এম লাইব্রেরি সংস্করণটির প্রকাশকালের একটি সম্ভাব্য ধারণা পাই প্রথম অনুচ্ছেদের সর্বশেষ বাক্যটি থেকে—“অনেক পরিবর্তন করে গত বছর বঙ্গশ্ৰীতে প্রকাশ করি”। “গত বছর” বলতে ১৩৪১ বলা হয়েছে। “বঙগশ্ৰীতে ১৩৪১ বঙগাব্দের বৈশাখ থেকে পৌষ সংখ্যা পর্যন্ত আখ্যানটি প্রকাশিত হয়েছিল। ১৩৪১ বঙ্গাব্দের পরের বছর অর্থাৎ ১৩৪২ বঙ্গাব্দকে দিবারাত্রির কাব্য উপন্যাসটির গ্রন্থাকারে প্রকাশকাল বলা যেতে পারে। সজনীকান্ত দাসও জানিয়েছেন গ্রন্থের প্রকাশকাল fEsÇPTS >> MDG || ডি এম সংস্করণটি বঙ্গশ্ৰীতে ধারাবাহিকভাবে প্রকাশিত আখ্যান থেকে বহুলাংশে পৃথক। যথা বঙগস্ত্রী পত্রিকায় প্রকাশিত দিবারাত্রির কাব্য উপন্যাসেব প্রথম পাঠ ও উপন্যাসের প্রথম সংস্করণের পাঠ উভয়ের তুলনা করলে দেখা যায়, গ্ৰন্থ প্রকাশকালে লেখক একদিকে যেমন অজস্র ভাষা ও শব্দগত ংস্কার করেছেন, তেমনি নুতন অংশ যোজনা করেছেন, পত্রিকায় প্রকাশিতী পাঠ বর্জনও করেছেন। উল্লেখযোগ্য পরিবর্তনগুলিই এখানে গৃহীত হয়েছে, ছোটােখাটাে শব্দসংস্কারগুলি এই ভূমিকায় দেখানো হয়নি। দিবারাত্রির কাব্য [প্রথম ভাগ : দিনের কবিতা] পত্রিকার পাঠ দোকানের মত ঘর সাজিয়েছিস কেন ? সুপ্রিয়া অপ্রতিভ হয়ে গেল । বঙ্গশ্ৰী, বৈশাখ ১৩৪১, পৃ: ৪৫৪ অনেকক্ষণ নীরব থেকে সুপ্রিয়া বললে, “আপনি মানুয. [অস্পষ্ট] হেরম্ব বাবু। মানুষের মধ্যে অন্ততঃ ছিটেফোঁটা ভুলভ্রান্তি দুৰ্ব্বলতা থাকে। একদিন থাকবার জন্য এমন করে আপনার আসার দরকার কি ছিল ? পাঁচ বছর খোঁজ নেননি , আর পাঁচ বছর নয় নিতেন না। ግ 8¢¢ ডাবের জলে ডাবের শাঁসে জগতের ক্ষুধা তৃষ্ণা দূর হয় চিরদিন এই থাকবে ওদের ধারণা ; জগতের ক্ষুধাও ওরা বুঝবে না, তৃষ্ণার প্রকৃতিও জানবে না এবং এই অজ্ঞানতার অন্ধকারের জন্য নিজেদের মনে করবে রহস্যময়ী, পুষ্টির প্ৰহেলিকা । p. 8ds গ্ৰন্থখুঁত পাঠ দোকানের মতো ঘর সাজিযেছিস কেন ? [বাকি অংশ বজিত] মা রচনাসমগ্র ১, পৃ: ২৪৫ অনেকক্ষণ নীরব থেকে সুপ্রিয়া বলল, একদিন থাকবাব জন্য এমন করে আপনার আসার দাবকাব কি ছিল ? পাঁচ বছব খোঁজ নেননি, আরও পাঁচ বছর নয় না নিতেন। মা রচনাসমগ্র ১, পৃ ২৪৭ ডাবের জলে ডাবের শাঁসে জগতের ক্ষুধা-তৃষ্ণা দূর হয় চিরদিন এই থাকত ওদের ধারণা, জগতের ক্ষুধাও ওরা বুঝবে না, তৃষ্ণার প্রকৃতিও জানবে না। মা রচনাসমগ্র ১, পৃ ২৫১