পাতা:রঙ্গমল্লী.djvu/১২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SRe রঙ্গমল্লা গৃহিণী ( নেপথ্যে ) কি ভাগ্যি । হঠাৎ আমায় যে বড় ডাকা হচ্ছে ? কর্তা হ, একবার এই দিকে এস । গৃহিণী ( প্রবেশ করিয়া ) হুজুরের যে হুকুম | কর্তা দেখ, তোমায় ডাকৃছিলুম ; কেন তা জান ? এই—ক’দিন থেকে আমি ক্রমাগত দুঃস্বপ্ন দেখছি,—তাই— গৃহিণী দুঃস্বপ্ন ? হজমের গোলমাল হলেই অমন হয় ; তা’ ও-সব তুমি রাত্তির দিন অত ভেব না । কর্তা যা’ বলে। বেশীর ভাগ স্বপ্ন হজমের গোল থেকেই জন্মায় ; কিন্তু আমি যে রকম স্বপ্ন দেখি সে হজমী গুলিতে সারবার নয় ; আমার ক্রমেই যেন মন টন সব দমে যাচ্ছে। দিন কতক কোনো" তীর্থে গিয়ে থাকুব মনে করছি, দেবতাদের পুজো টুজো দিয়ে দেখা যাক । গৃহিণী তা কোথায় যাবে ? কর্তা প্রথমে ভেবেছি, সহরে যত দেবতার স্থান, সাধুর আস্তান আছে—সব জায়গায় পূজো দিয়ে, তারপর দেশে যত মঠ মন্দির আছে সমস্ত পায়ে হেঁটে প্রদক্ষিণ ক’রে আসব।