পাতা:রজত-গিরি.djvu/৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় অঙ্ক । २ রাজকুমার। উপায় নাহিক প্রিয়ে, মুছ অশ্রুধার, হাসি মুখে দাও প্রিয়ে, আমারে বিদায়। কোরো না বিলাপ—করি’ শক্রদলে জয় মুহূর্তে ফিরিব আমি যুদ্ধক্ষেত্র হ’তে । যত দিন আমি প্রিয়ে না আসি স্বদেশে, ইষ্টদেবে পুজা দিও আমার উদ্দেশে । দামিনী । এস এস মৃত্যু মোরে লও দয়া করি, দুঃখভার হতে মোরে মুক্ত কর আসি । হৃদয়ে হৃদয় মোর পড়িছে ঢলিয়া —বৃক্ষ হতে পক্ক ফল পড়ে যথা খসি । (পালঙ্কে মূৰ্ছিত হইয়া পতন ) পতাকাধারী ও সেনা-নায়কগণ সমভিব্যাহারে মন্ত্রিগণের প্রবেশ ) প্রথম মন্ত্রী। প্রস্তুত সকলি প্ৰভু শাস্ত্র-বিধি মতে । মুসজ্জিত সৈন্তগণ যুদ্ধ-যাত্র তরে বড়ই অধৈর্য্য—প্ৰভু চল ত্বরা করি, লয়ে যাও তাঁহাদের যুদ্ধক্ষেত্রমুখে।