পাতা:রবিচ্ছায়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( २०७ ) উঠিতে শকতি নাই, যে দিকে ফিরিয়া চাই শূন্ত-শূন্ত-মহাশূন্ত নয়নেতে পরকাশ। কে আছে, কে আছে সখি, এ শ্রান্ত মস্তক মম বুকেতে রাখিবে ঢাকি যতনে জননী সম ! মন, যত দিন যায়, মুদিয়া আসিছে হায়, শুকায়ে শুকায়ে শেষে মাটিতে পড়িবে ঝরি ২০৫৷৷ খটু একতাল।। বলিগে সজনি যেওনা যেওনা, তার কাছে আর যেওনা যেওনা, সুখে সে রয়েছে সুথে সে থাকুক, মোর কথা তারে বোলনা বোলনা ! অামারে যখন ভাল সে না বাসে পায়ে ধরিলেও বাসিবে না সে, কাজ কি কাজ কি কাজ কি সজনি, মোর তরে তারে দিওনা বেদনা ২০৬৷৷