পাতা:রবিচ্ছায়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( یوانه ها ) যত পাই তোমার আরো তত যাচি, । बङ जानि उड बनिरर्नु জানি আমি তোমায় পাব নিরস্তর, । লোক লোকাস্তরে যুগ যুগান্তর, তুমি আর আমি মাঝে কেহ নাই, কোন বাধা নাই ভুবনে । ৩৬৯ ৷ যোগিয়া—তাল কাওয়ালি। নিশি দিন চাহরে তার পানে । বিকশিবে প্রাণ র্তার গুণ গানে । হেররে অন্তরে সে মুখ সুন্দর ভোল দুখ তার প্রেম মধু পানে। ৩৭%। রাগিণী রামকেলী—তাল কাওয়ালি । নিকটে দেখিব তোমারে করেছি বাসনা মনে । চাহিব নাহে চাহিব নাহে দূর দূরান্তর গগনে।