পাতা:রবিচ্ছায়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( 8- ) বসস্তের শেষ রাতে । এসেছিরে শূন্ত হাতে, এবার গাথিনি মালা কি তোমারে করি দান । কাদিছে নীরব বঁশি, অধরে মিলায় হাসি, তোমার নয়নে ভাসে ছল ছল অভিমান । এবার বসন্ত গেল, হলনা, হালনা গান ! ৪৩ ; বেহাগ —আড়াখেমটা । ওগো শোন কে বাজায় ! বন-ফুলের মালার গন্ধ বাশির তানে মিশে যায় ।