পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/১০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ԵԵ রাঘব-বিজয় কাব্য গৃহে। এ অন্যায় রণে কেন মতিয়াছ সবে মতিহীন-সম ? বিষম আঘাত রক্ষঃ পাইয়াছে হৃদে ; যাও ফিরি তোষ নিশাচরে ।” বিরূপাক্ষ ক্ষণমাত্র ব্যাজ নাহি করি, অসংখ্য ধানুষ্ক লয়ে ভীমগরজনে আক্রমিল রঘুরে। বর্ষি শরজাল ছাইল গগনতল, ধরাতল সহ। অবহেলে রঘুপতি বায়ুঅস্ত্র ছাড়ি উড়াইলা বাণরাশি মহাসুকৌশলে। ফিরি সেই শর, (কি আশ্চর্য শিক্ষা, প্ৰভু!) বিধিল রক্ষের বক্ষ, একে একে ধরাশায়ী করি সে কটকে। মুষ্টিমেয় রক্ষচমু অতি কষ্ট করি শিক শৃঙ্গ নামে উচ্চ শিখর হইতে ক্ষণে ক্ষণে নানা অস্ত্র এখনো বৰ্ষিছে। কিন্তু দীর্ঘকাল, আর নাহি পরিবে রহিতে সে প্রদেশে । বিলম্ব না কর, নাথ ; আগু আসি রক্ষ রণভূমে রক্ষে, বিনাশয় অরি।” নিবেদিলে দুন্তবর, ধাইলেন অস্ত্রাগারে নিশাচরপতি ; সাজিলেন