পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/১৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

و البته রাঘব-বিজয় কাব্য কহ, ত্রস্তে সদা কঁপে থরথরি ? দেবগণ, দিকৃপাল, গন্ধৰ্ব্ব, কিন্নর, যক্ষ,— কা’র অস্ত্রাঘাতে ত্রস্ত তাড়িত স্থদুরে, অনন্ত কালের বক্ষে গিয়াছে ভাসিয়া কা’র শূলাঘাতে তত ? দেখ চিন্তা করি । কি আর কহিবে দাস ? ক্ষমা কর শত অপরাধ, প্রভু, পারি না সহিতে। বারিস্রোতঃ, বরিষার বারিস্রোতঃসম, ওষ্টতীর-যুগ ভেদি বাহিরছে কথা। মিথা যদি, কাটিয়ারসন, কাটি যুগ, কর সমুচিত দণ্ড, প্রভু, নাহি খেদ তাহে অণুমাত্র। যে দিন অর্ণবপারে, কুমারিকাতটে, হায়, করি পদার্পণ, দিগ্বিজয়ে মন্ত হ’য়ে বিঁধিলা পতাক: ; আর্যাবৰ্ত্ত, দীক্ষিণতা, সমগ্ৰ ভারতবর্ষ, সহৰ্ষে আমনি, করতলগতক্ষুদ্র-আমলকী-সম গণিলা অস্তরে : দেবঋষি-রাজঋষি-মুনি-ব্ৰহ্ম-কুলে বধিলা মহাসমরে ঘাট-গিরিদেশে ; একলম্ফে ৱিষ্ক্যশিরে বিধিয়া কেতন