পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/১৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ঠ সর্গ S8% এখন দেখিবে ভূমি নিমোৱা, মায়াবী মানব হত উচ্চ মায়াবলে। দেবীপীঠতলে,-বড়ই সৌভাগ্য নরে, কহিনু তোমারে,—দেবীপীঠতলে, এইমাত্র ভ্রাতৃদুগে লইব হরিয়া। পরে বিবরিয়া সব পরিবে জানিতে। তাজ অমূলক চিন্তু এ দ্বন্ধসময়ে। গত দীননেত্রী নিশা। বিলম্ব না করি, হের, বহিরিয়ু আমি নমি পিতৃদেবে, বন্দি পিতামহীপূক্তচরণযুগলে। দুর কর বৃথা চিন্তু ” এত কহি বহিরিল কুমার কৌশলী। আশিষি নিক্য বৃদ্ধ কহিলা উচ্চারি—"সিদ্ধ হ’ক মনোরথ তব। এ বংশের অবতং ভূমি বীরমণি।” এত কহি নিশাচরেশ্বর-মাতা চলি গেলা দ্রুত। বন্দি লঙ্কেশ্বরে, চাল গেল মন্ত্রিবর পীড়িত-অন্তরে। ऋ१ দশানন মৌনভাবে রছিলেন বসি। হেনকালে দেীবারিক দুৰ্ব্বোধ-নিনাদে