পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/১৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম সৰ্গ । :ఆసి SAASAASAASAASAASAASAASAAMAAASAAAAASAAAA সম্মুখসমরে। কিন্তু অগ্রে শাস্তভাবে ক্ষান্ত কর তা’রে।” কহিলেন ঋক্ষপতি— “দয়াময়, ত্রিকালজ্ঞ তুমি, রক্ষোবংশভবিষ্যৎ-লিপি, অবিদিত নহে কিছু তোমার গোচরে। কিহেতু বিস্তৃত তবে হইছ আপনি, স্মৃতিমান ? কে খণ্ডাবে প্রাক্তনের গতি অখণ্ডিত ? মৃত্যুকালে দুৰ্ম্মতির বিপরীত মতি । রাবণের সবংশে নিধন, বিধিকৃত, অনিবাৰ্য্য, হে বীৰ্যকেশর। নিবার মহীরে শতবার, সেই কাৰ্য্য অবশু করিবে । তবে যদি, ইচ্ছ বুঝাইতে তারে, ক্ষতি নাই তাহে। কিন্তু যা’ কহিলা বিভীষণ সুধী রক্ষচুড়ামণি, উপেক্ষা না কর কভু,— এ মম মন্ত্রণ | সতর্কতা সুসঙ্গত ; সসপ-গৃহ-নিবাসী সতর্ক সতত । তাই কহি আমি, স্বচীমুখ বৃহ রচি রক্ষ এ উত্তরদ্বার । নীল, মৈন্দ, হনু, অনুচর সহ দুই পাশ্ব হতে, অশ্বপদ-লৌহ-সম রচিয়া অভেদ্য ব্যুহ >>