পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/২০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টম সর্গ। ›brፃ রঘুভূত চিরদিনতরে। রঘুভক্ত, পাপমুখে কেমনে কহিব ? আপনার সুতে দিলু বলিদান, হায়, রাঘবের তরে ; আপন ভ্রাতারে, ভ্রাতুপুত্র ইন্দ্রজিতে, আর আর জ্ঞাতিবর্গে, বন্ধুবর্গে দিলাম আহুতি, রামের মঙ্গলহোমে ঘৃতাহুক্তি-সম, শুনিতে কি এই ভাষা রঘুভক্তমুখে ? মনোবাক্যে ঐক্য করি দিবানিশি চিন্তিয়াছি যারে ; সাধিয়াছি,— যতদুর ক্ষুদ্রশক্তি হয়েছে সক্ষম,সাধিয়া ছ শুভ প্রাণপণে ; সেই পক্ষ হ’তে শুনিমু এ রুক্ষভাষা? অদৃষ্টের ফলে, বীরবর, জীবব্রজ ভোগে ধরাতলে, তেই নাহি দোষি’ তোমা ! ইচ্ছ যদি, স্বচ্ছন্দে আইস পটমণ্ডপ-ভিতরে, এই দণ্ডে নিজচক্ষে হের, ভক্ত, আসি, কি ভাবে বিরাজে প্ৰভু অনুজের সহ ; ধৰ্ম্ম রক্ষিবেন মোরে, কি আর কহিব ।” আক্ষেপিলা বিভীষণ । “এ ছলনে, কভু নাহি ছলিবি হকুরে।” এতেক গর্জিয়,