পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাঘব-বিজয় কাব্য। শ্রেষ্ট, চিরভক্ত বীর হনুমানে, আর আর কপিদলে, কহিলা প্রকাশি–“ধন্ত বৎস, স্বর্যবংশ-অবতংস তুমি। তব কীৰ্ত্তি, তব যশ ঘোষিবে অনন্ত কাল দিগন্ত ব্যাপিয়া। রক্তজবাপুষ্পদম শোভিয়াছে বরবপু: হের মিত্র, গাত্রক্ষন্তে, কি সুন্দর শোভা হইয়াছে আজি,— হের, লক্ষ্মণের । কিন্তু দারুণ বাজিছে প্রাণে, আয়াসিতে পুনঃপুনঃ এই শিশুদেহে ; আয়াসিতে তোমা সবাকারে। নরঋক্ষ-কপি-সৈন্ত অভিন্নপ্রতাপ, হায়, কতই সহিলা তাপ অভাগার তরে। কহ ক্ষত, কেহ মৰ্ম্মাহত, তবু হাসিমুখে আনন্দে সাধিছে কার্য। কেহ রণস্থম্ভে, অবহেলে পড়ছে অভাগা-তরে । সত্য, মিত্রবর, পারি না সহিতে আর । এ দারুণ শোক-শলা রামের হৃদয়ে কখনো হবে না মুক্ত, যতদিন দেহে প্রাণ রহিবে ভূতলে। শুভক্ষণে, রক্ষেীবর, পাইমু তোমারে, সুগ্ৰীবে, অঙ্গদে,