পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/২৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

একাদশ সর্গ । ኟ8ፃ শতধা বিদীর্ণ ধরা, ধূলিস্তৃপাকারে পরিণত হেমহর্মাবলী । কিন্তু প্রভূ, হ:শককনেনে, একটিও পত্র নাহি পড়িয়াছে খসি ; একটিও শাখা নহে শাখিচুতি। হাসিছে কানন, ষ্টেমত হাসিত সতত এতদিন । পশু, পক্ষী, কীট পতঙ্গনিচয়, সরীসৃপ, মীনরাজি,—সকলই প্রভূ, শোভিছে সুন্দর, চিত্ৰলেখীসম সীতা আছেন অক্ষত,— কেশীগ ও স্পর্শে নাই এ মহাবিপ্লবে ।” নীরবিলে রক্ষোদুক্ত, বিস্ফারিত অক্ষি চাহিল বৈদেহী-হর তাহার আননে, ক্ষণমাত্র। রত্নময় কণ্ঠহার খুলি কহিলা সম্ভাষি—“এ শুভসংবাদে তুষ্ট, দূতশ্রেষ্ঠ, আমি দিতেছি তোমারে এই রত্নময় পুরস্কার প্রসন্ন-অস্তরে । গ্ৰহ আশীৰ্ব্বাদি। অক্ষত রাঘববন্ধু ? নিৰ্ব্বি অশোক ? পরিতৃপ্ত আমি। জানি আমি কিহেতু এ সব। তুমি জ্ঞানচক্ষু দিয়াছ আমারে, বুধোত্তম। দুত নহ,