পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/২৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ミむbr রাঘব-বিজয় কাব্য তাই সে কিঙ্কর তব চিরধন্ত এবে।” কহিতে কহিতে ভাষা নিকষাতনয় চাহিলা দিগন্তপানে নয়ন বিস্ফারি ; সমুন্নত বক্ষস্থল, জ্যোতিৰ্ম্ময় তত্ব, নিরুদ্ধ নিশ্বাসবায়ু, নিশ্চল ধমনি, মণ্ডিত মুখমণ্ডল স্বৰ্গীয় বিভায় – চমকি হেরিলা গুরু সে আশ্চর্যা শোভা । আশিষিলা শিরঃ স্পর্শ পূত করতলে"। “যা ও তব নিজধামে, দুর্ভাগ্য শরীরি ; ভ্ৰান্ত,—চিরভ্রান্ত, মোহপরাজিত । কিন্তু আত্মবলিদান করি উদ্ধারিলা কুলে, সে ফলে উদ্ধার তুমি হইবে আপনি । কক্ষচ্যুত-গ্ৰহ-সম, মুহূৰ্ত্ত দহিল৷ বিশ্ব আপন প্রতাপে ! এবে শান্তিময় দেশে, যা ০ চলি সুখে শাপ-অবসান তব হইয়াছে আজি । কিন্তু, হায়, এই ধরান্তলে, শিখিবে কি জীব কভু, তব দশ হেরি, অসংযমী কিবা দশা ভোগে এ প্রদেশে। এ দৃষ্টান্ত রাখিবারে বুঝি, পাঠাইলা ধাত তোমা' এই লঙ্কাপুরে ।