পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/২৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ত্রয়োদশ সর্গ । RᏄᎼ নল, নীল, ঋক্ষপতি, কুরীর অঙ্গদ, আর আর মহারথী, রঘুভক্ত বীরবৃন্দ বসিয়া চৌদিকে ; মহানন্দে স্ফীত আজি নরেন্দ্রদর্শনে । উত্তরিলা দেব— “কিন্তু কেমনে কহিব ? স্বযুপ্তি-অলসদেহে অবসন্ন-মনে, রহিমু নিক্রিয় হ’য়ে । কোথা হ'তে কোথা যেন চলিলাম ভাসি । জীবহীন, তেজোহীন, ক্রিয়াহীন নক্ষত্র যেমতি, মুদি আঁখি ভাসি যায় অনন্ত আকাশে, অজ্ঞাতে ; তেমতি যেন চলিতু ভাসিয়া । কতক্ষণ এইভাবে ছিলাম আমরা, নাহিক স্মরণ কিছু। অবশেষে ঘোর কোলাহলে, টলমলি কঁাপিল বসুধা । জাগিনু যেন বা অৰ্দ্ধ- - নেত্ৰে, অপরাদ্ধে স্বপ্নদেবী কি কুহকে ছিল বসি, কিছু নাহি জানি, মিত্রবর। সুষুপ্ত প্রকৃতি যথা প্রলয়াবসানে জাগে অৰ্দ্ধতন্দ্রীময় ; আবার যেমন নবীন-স্বজন-কালে তন্দ্র-অবসানে .হেরে বিশ্ব শোভাময়, জ্ঞানময়, ক্রিয়া