পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/৩৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩২০ রাঘব-বিজয় কাবা । SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS AASAASAASAASAASAASAASAASAASAASAASAA AAAS উপহার দিবে এক মনে, এক ধানে, একান্ত অস্তরে, তাহে নাহি অন্ত কথা । ' পতিগতপ্রাণী জীবন থাকিতে সতী হইবে বিধবা, নাথ, কভু না সম্ভবে। তাই যাচে আজি, করজোড়ে তব পদে দাসী মন্দোদরী, পতিভিক্ষা ; মোর স্বামী মোরে দেও ফিরি, নাথ, নিজ দয়াগুণে । কিনা তুমি পার, তব অসম্ভব কিবা! তব পদপ্রান্তে আজি লইনু শরণ ; রক্ষ ক্ষমা করি, দেব, এ মিনতি পদে ” এইমতে বিলপিলা রক্ষকুলরাণী মন্দোদরী। কতক্ষণে হেরিলা অদূরে বিভীষণে । গর্জিয়া তখনি কহিলেন রক্ষোরাণী—“কালসৰ্প, ওরে কালসৰ্প তুষ্ট, দংশিল লঙ্কেশে এতদিনে ? লঙ্ক— এই স্বর্ণলঙ্কাপুরী, রাজসিংহাসন লভিবি এখন তুই ভাবিলি অন্তরে ? শতবার লভিবারে পারিস্ দুৰ্ম্মতি তুচ্ছ সিংহাসন-খণ্ড,–কিন্তু চিরপ্রথামতে, লভিবি আমারে ভেবেছিস্ বুঝি ?