পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় সর্গ। *. ఇచి SAMMAMMAMMAMMAMAMAJSAASAASAASAASAASAASAA AAAS ধরিবারে, জুড়াইতে দগ্ধ হিয়া ? হায়, আর কি অঙ্কের নিধি অঙ্কে পাব ফিরি হে লঙ্কেশ ? কোথা অতিকায় মোর, কোথা বীরবাহু পুত্রসম, কোথায় তরণী তরুণ বয়সে শৃঙ্গধরসম বৎস। কি আর কহিব ? কোথা কুম্ভকৰ্ণ, মহাদম্ভী ভ্রাতা তব ? ধূম্রাক্ষ, প্ৰহস্ত, হায়, নরান্তক বলী, অকম্পন মহেশ্বাস মকরাক্ষ, রক্ষকুলভরসা সমরে, আর আর রক্ষেীরথী কোথায় সকলে ? একে একে সকলি গিয়াছে। পূত বিহুদল, পবিত্র তণ্ডুল দুৰ্ব্ব, মাঙ্গলিক আশীৰ্ব্বাদ শিরচুড়া’পরে, ভক্তিভরে কত না দিয়াছি নাথ ? কি ফল ফলিল ? হা শস্তু, হা শূলি, একটিও ফিরিল না মায়ের হৃদয়ে সঞ্চারিতে সঞ্জীবনী স্বধা-সম আশা ? হায়, নাথ, প্রস্ফুটিত কুসুমকানন-সম ছিল স্বর্ণলঙ্কাপুরী । অকস্মাৎ দাবানল পশি, ভস্মময় করিল সে ফুলশোভা, শুখাইল