পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

있8 妙 রাঘব-বিজয় কাব্য। AeSJSS S SJS S SMSAMSMSMAMMeMAMMMJSMMAMAMASASAMMMS JS পল্লব-ব্রততী । দিবানিশি এবে শুধু পুরস্ত্রী-রোদনধ্বনি রণকোলাহল সহ বিঁধিছে শ্রবণে, প্রাণে । দেও ফিরি জানকীরে । অগ্নিশিখাসম, পশিয়াছে জালময়ী। ভগ্নী তব কুলবিনাশিনী, কি কুদণ্ডে হেরেছিল দণ্ডককাননে নররূপী কালান্তকে, হায় কি কুক্ষণে ? মন্দোদরীনাথ, কহে মন্দোদরী তব মন্দভাগ্য বিধিবিড়ম্বনে ; কহে পদ ধরি, নিশ্চয় জানিও, বিধি প্রসারিছে বাহু, সমুলে নির্মুল করি উপাড়িতে এই রক্ষকুল-মহাদ্রুম। ভাবি দেখ সুপণ্ডিত তুমি, সামান্ত রমণী আমি, কি কহব তোমা ? কি হেতু এ কাল রণ ? এক-নারী-তরে তব এ বিশাল পুরী কেন ভষ্মময় হবে ? আমিও রমণী নাথ। রমণীর মনোব্যথা বুঝবে কি তুমি, হে বৈদিহী-হর। সীতানাথে সীতা দেও ফিরি। কিবা গ্লানি তাহে ? জীবমানে তুমি, কোন মূঢ়মতি, দেবদৈত্যজয়ী