পাতা:রেখা-দীনেশচন্দ্র সেন.djvu/৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

や8 বঙ্গে ভক্তি । সীতা ! --কি স্তু এ সাহস কিরূপে হইল ? ইহার এক উত্তর, সীতা—সতী । সীতা-চরিত্রে কি সন্দেহ থাকে ? যখন রাম, সীতাকে গুহে রাখিয়। বনে যাইতে চাহিয়াছিলেন, তখন সীতা অনেক তেজঃপূর্ণ কথা বলিয়াছিলেন। তন্মধ্যে ইঙ্গও বলিয়াছিলেন,--“আমি ইন্দ্রিয়লিপায় তোমার সঙ্গে বনে যাইব না। আমি ফল-মূলাহার করিয়া, নিয়ত ব্ৰহ্মচারিণী হইয়া, তোমার সঙ্গে থাকিব ।” গীত৷ সে কথা কাদো ও দেখাইয়াছিলেন । সে চোঁদ বৎসর সীতার সস্তান হয় নাই । সীতার শক্তি ক্ষত্রিয়োচিত । সীতা সতীত্বের জলস্ত মূৰ্ত্তি। সদ্ধাবসানে, রামের তিরস্কার সহ করিয়া, সীতা, বাষ্পগদগদ কণ্ঠে বলিয়াছিলেন,–“গাত্রসংস্পৰ্শনদোষে প্রভো, আমার নিজের অপরাধ হয় নাই । “মদধানং তু যত্ত্বন্মে হৃদয়ং ত্বয়ি বৰ্ত্ততে । পরাধীনেযু গাত্ৰেষু কিং করিষ্যাম্যনীশ্বর ॥” কিন্তু সীতা অশ্রুনেত্রে রামের কৃপা-ভিক্ষণ করেন নাই। চিত জালিয়া নিজেই অগ্নিপরীক্ষা দিতে উদ্যতা হইলেন । সে পরীক্ষা ইউনিভারসিটির পরীক্ষার স্থায় রাজমার্গ নহে, সে পন্থা সকলের জন্য নহে। কিন্তু সীতা আজ তজ্জন্ত স্বয়ং প্রস্তুত। অগ্নিপ্রদক্ষিণপূৰ্ব্বক, রামকে প্রদক্ষিণ করিয়া ও সৰ্ব্ব-দেবকে নমস্কার করিয়া, এই বলিয়া চিতারোহণ করিলেন,—“হে সৰ্ব্ব-সাক্ষী পাবক ! যদি আমার চরিত্রে কলঙ্কের ছায়া না পড়িয়া থাকে, যদি আমি বিশুদ্ধা—একমাত্র রাঘবে অর্পিতচিত্ত। তপস্বিনী হই? তবে সে সত্য অন্ত জগতের নিকট প্রকাশ কর । আজ ইচ্ছা করিয়া সীতা পরীক্ষা দিলেন, কিন্তু অন্ত একদিন