পাতা:রেখা-দীনেশচন্দ্র সেন.djvu/৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b”の বিলাতী সভ্যতা । স্বামীর মৃত্যুর এক বৎসর সাত মাস পরে যে সন্তান হয়, তাহকেও স্বামীর ঔরসজাত পুত্র বলিয়া গ্রহণ করা হয়। দ্বিতীয় এডোয়ার্ডের রাজত্বকালে এই অপূৰ্ব্ব বিচার হয়। আর চতুর্থ হেনরীর সময় প্রসিদ্ধ স্তার জিয়েণ্ট রোলফ এই মত প্রকাশ করেন যে, স্বামীর মৃত্যুর ৭ বৎসর পর স্ত্রীর যদি সন্তান হয়, তাহাকে জারজ বলা যাইবে না, এবং তাহাতে উক্ত সন্তানের মাতার সতীত্ব কোনরূপ নষ্ট হইয়াছে বলিয়া, মাতার সন্ত্রমহানির কোন আশঙ্কা নাই ।” অদ্ভুত রাজ্য ! জনবুল এই রাজ্যের অধিবাসী –এই রাজ্যে জারজ সস্তানের নাম "Natural child”। স্বামীর মৃত্যুর পরই যদি স্ত্রীর বিবাহ হয়, তবে সস্তান জন্মিলে সে সন্তান পূৰ্ব্ব স্বামীর ঔরসজাত, কি দ্বিতীয় জনের ঔরসজাত, এ বিষয়ে সন্দেহ হইলে, সেই সন্তান যে জনকে ইচ্ছা, তাহাকেই পিতৃত্বপদে বরণ করিতে পারিত, ইংলওে পূৰ্ব্বে এই নিয়ম ছিল । ( Ventre Inspiciend De writ). The husband of an unfaithful wife, is not an object of ridicule in England.—}ohn Bull, P. 47. ইহার অর্থ এইরূপ —"ভ্রষ্টা স্ত্রীর স্বামীকে ইংলণ্ডে উপহাসাম্পদ হইতে হয় না।” : * ইংরেজ কবি সেলি লিখিয়াছেন,— “Hell is a city much like London.” ইহার অর্থ এইরূপ —“নরকপুরী অনেকটা ইংলণ্ডের রাজ ধানী লণ্ডন নগরের দ্যায়।” গত ১৮৮৯ সনের লোকসংখ্যা গণনা উপলক্ষে হিন্দু" শব্দ কাহাদিগের প্রতিবাচ্য জানিতে চাহিয়া, মিঃ বেভর্লি সাহেব যে উত্তর পাইয়াছেন, তন্মৰ্ম্ম নিয়ে উদ্ধৃত হইল –