পাতা:লয়লামজ্‌নু পারসীক কাব্য.djvu/১২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

た>8 লয়লা মজুন । মজুহকে দর্শনার্থ কাননে মজুত্বর অস্ট্রিীয় "গণের আগমন । سمجھجمله سيص- . মজ্যর স্বজন যত বিষাদিত মনে । কহিতে লাগিল সবে রোদন বদনে । চল চল যাই মোর মজুন দর্শনে । কছদিন হল তারে ন} হেরি নয়নে । তাহার লাগিয়ে কাদে সদা প্রাণ মন । ধৈরজ না ধরে চিত্ত সদা উচাটন । লয়লার আসক্তিতে রাজ্য পরিহরি । দণ্ডিবেশে পড়ে আছে কানন ভিতরি ॥ মরিল কি বেঁচে অাছে সেই প্রিয়জন । চলহ দেখিব তারে যাইয়ে কানন । এই ৰূপ করি সবে কথোপকথন । মজ ন্ত উদ্দেশে বনে•করিল গমন K আবাল বনিতা আদি করিয়ে সকল । একত্রেতে সবে ষায় নয়ন সজল ॥ কতক্ষণ পরে প্রবেশিয়ে খোর বনে । ইতস্ততঃ ভ্ৰমে সবে মজ অ কারণে ॥ চতুর্দিকে করি তত্ত্ব সন্ধান না পায়। ব্যাকুল হইয়ে সবে করে হার হার ॥