পাতা:লয়লামজ্‌নু পারসীক কাব্য.djvu/১৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>ミ○ লয়লা মজুনু । অভাগিনী মম সম কেহ নাহি আর । মোর হেতু প্ৰাণেশের সন্তুাপ অপার ॥ এৰূপ লয়ল মনে করেন চিন্তন | আসক্তি অনলে হল ব্যাকুল জীবন ॥ চপলা চপল প্রায় কাস্তেরে হেরিয়ে । রজ্জ বান্ধি অবিলম্বে নামিলেন গিয়ে ৷ প্রিয়বর গলে ধরি স্বজল্প নয়নে । মিলন করিল ধনী প্রাণনাথ সনে ৷ মন অভিলাষ দোহে করেন প্রকাশ । ভিজিল নয়ন নীরে দোহাকার বাস ৷ লোচন সলিলে ধারা বহিতে লাগিল । ধীরে ধীরে বিরহ অনল নিবাইল ॥ পরে সুলোচনা ধরি স্বনাথের করে । সন্নিকটে বসাইয়ে জিজ্ঞাসন করে ॥ শুন হৃদয়েশ তুমি এ দুঃখিনী তরে । , সন্ন্যাসির বেশে ভ্ৰম বিপিন ভিতরে ॥ কহ প্রাণনাথ তব দুঃখের কাহিনী । তোমার বিহনে আমি সদা অনাথিনী । রেখেছি এ প্রাণ প্রাণ তোমার কারণ । একেবারে সুখ মোরে করেছে বর্জন ৷ তোমার প্রেমের দায় অামার নয়ন ।