পাতা:লয়লামজ্‌নু পারসীক কাব্য.djvu/১৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>@ミ লয়লা মজুনু । শান্ত নাহি ছয় মন প্রেয়সী কারণ । ’ জ্ঞানহীন হয়ে বনে করে পর্য্যটন । অপূৰ্ব্ব উদ্যান পরে করিল দর্শন ৷ প্রেমভরে গেল সেই.উদ্যান ভিতর । বসন্তে ফুটেছে যত পুষ্প মনোহর । হেরিয়ে মালঞ্চে মজনু কুসুমের শোভা । মনেতে জাগিল প্রিয় ৰূপ মনোলোভা । রঙ্গণে হেরিয়ে মজনু প্রেমের নাগর । প্রিয়া বলি ধরে তাহ বাড়াইয়ে কর । অপরাক্ষিতায় দেখি প্রফুল্ল হৃদয় । কহে এই পুষ্প প্রিয়া কেশ ন্যায় হয় । মাধবী মালতী প্রতি বলেন কাদিয়ে । উদ্যানে আসিয়ে মম ন জুড়ায় হিয়ে । কিংশুক কুস্থমে মজনু কহেন তখন । cপ্রয়সীর হাসি তুমি করেছ হরণ ॥ , দেখিতে ন পারি শুন অতসী অশোক । কেবল তোমরা বাড়াইয়ে দেহ শোক । স্বর্ণচাপ হেরি ঠিক যেন প্রিয়তনু । তথাপি অামারে কেন জ্বলায় অতনু । কুমুম ফুটেছে সব দেখিতে সুন্দর । হেরিলে হৃদয়ে মোর বাজে তীক্ষ শর }