পাতা:লয়লামজ্‌নু পারসীক কাব্য.djvu/১৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>やプ লয়লা মজনু । বসন্তু বর্ণন । سبتهسہOسس جیسے * তুরাজ বসন্ত আইল সুরতিলে | সসৈন্য সামন্ত-সঙ্গে অতি কুতুহলে ॥ বার দিয়ে বসিলেন অতি মনোরঙ্গে । প্রাণের প্রেয়সী রাণী পিরীতির সঙ্গে ॥ চন্দ্ৰ ৰূপি গগণ মণ্ডলে সুধাকর । মলয় মারুত আসি সুলায় চামর। বিচিত্রিত চন্দ্ৰাতপ ৰূপ যত তারা । সুচারু কুয়ম যত সভাসদ তারা । সরিক্তবেগের কৰ্ম্ম করে পিককুল । সংযোগিজলের প্রতি সদা সাতকুল ৷ বিরহি প্রজার প্রতি আতি প্রতিকূল । তার রবে রবে কর জাতি মান কুল ॥. মধুকর বন্দিকর করে গুণগুণ । ওই ছলে বুঝি গায় বসন্তের গুণ ॥ রতিপতি সেনাপতি সমরে প্রচণ্ড । যার করে শোভ করে কুসুম কোদণ্ড । এই ৰূপ অপরূপ রাজারে হেরিয়ে । অনিন্দ রসেতে রস গেলেন গলিয়ে ॥ মহোল্লাসে প্রেমাবেশে হইয়ে অধর ।