পাতা:লয়লামজ্‌নু পারসীক কাব্য.djvu/২০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লয়লা মজুন | >ふいご" অtহ প্রিয়ে বিধুমুখি, করিলে বিষম দুখী, লাগিল রে কপালে অfগুণ । ’ অামারে ভুলিয়ে প্রিয়ে. রহিলে কোথায় গিয়ে, শোকে মম দহে সৰ্ব্বকায় । প্রেয়সী যথায় অাছে, লহ মোরে তার কাছে, ওরে যম ধরি তোর পায় ॥ জানি প্রাণ রে তোমারে, ভালবাস লয়লারে, সৰ্ব্বাপেক্ষ এ তিন ভুবনে । আহ আহা মরি মরি, তবে তারে ত্যাগ করি, রহিয়াছ বঁচিয়ে কেমনে ॥. এখনে দেখহ গিয়ে, কত দূর প্রাণপ্রিয়ে, .যেতেছেন গণিয়ে হতাশ । মন সঙ্গে বেগ ভরে, গিয়ে অতি স্থসত্ত্বরে, কর তারে স্বরায় অশ্বাস ॥ । প্রাণ তুমি গেলে তবে, ত্রাণ পাই দুঃখীর্ণবে, নহে অীর নাহিক উপায় । খেদ করি এইৰূপ, মজনু রসের কূপ, ঢলে পড়ে অমনি ধরায় ॥ নিশ্বাস হইল স্থির, শরীর হইল ধীর, মুখে আর নাহি স্বরে রব । উড়ে গেল প্রাণপাখী, মায়ার কায়ারে রাখি,