পাতা:লালন-গীতিকা.djvu/৩৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৩০০
লালন-গীতিকা


ঘোর গেল না,
পরে নেয় পরের খবর
নিজের খবর নিজে হয় না
আওয়া কওয়া কারে বলি
কোন্‌ মোকাম তার কোথা গলি
আ’না যা’না সেই মহলে
লালন কোন্‌ জন, তাও লালনের
ঠিক হ’ল না॥

৪৩৪

সেই অটল রূপের উপাসনা
কেউ জানে কেউ জানে না।
বৈকুণ্ঠ গোলোকের উপর
আছে রে সে রূপেরো বিহার
কৃষ্ণের কেউ নয় রাধের
পতি সে জনা॥
স্বরূপ রূপের এই জেনো ধরন
দোঁহার ভাবে টলে দোহার মন
অটলকে টলাতে পারে
কোন্‌ জনা॥
নরেকার যা হতে জন্মায়
শক্তি ধারা সেই আবিম্বে
অধীন লালন বলে, দিন থাকিতে
জেনলে না।