পাতা:লালন-গীতিকা.djvu/৩৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন-গীতিকা 9ఖరి ব্ৰহ্ম ঈশ্বর দুই তো লেখা যায় সাধ্য যত উচানচিা কি তারে তে করিতে হয় সেও দিশে ॥ কোথা যাই কি বা করি ব’লে বেড়াই গোলে হরি লালন কয়, এক জেনতে নারি তাইতে বেড়ায় মন ভেসে ॥ 8woo কারে বলে অটল-প্রাপ্তি ভাবি তাই। অঙ্গ লয় হইলে নির্বাণ-মুক্তি বলে তাও দোষাই ॥ দেখারে কয় অটল-প্রাপ্তি কিবা হবো সাথের সাথী ভজন কি সারা সেই অবধি কন্তুরের কি শাস্তি নাই ॥ শিলা শালগ্রাম হওয়া আচল ব’লে দোষাই তাহা স্বর্গে যেয়ে মুখ পাওয়া সেও তো নহে চিরস্থায়ী ॥ কেহ যেয়ে স্বৰ্গবাসে পাপ হ’লে ফের ভবে আসে লালন কয় উর্বশী নামে নিগুণ তার প্রমাণ পাই ॥