পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (চতুর্থ সম্ভার).djvu/১২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ রাজলক্ষ্মী বলিল, গণকের দোষটা কি ? সে যা দেখবে তাই ত বলবে? পৃথিবীতে ফাড় বলে কি কথা নেই ? বিপদ কারও ঘটে না নাকি ? এ সকল প্রশ্নের উত্তর দিতে যাওয়া বৃথা । কমললতাও রাজলক্ষ্মীকে চিনিয়াছে, সেও চুপ করিয়া রহিল। চায়ের বাটিটা আমার হাতে করামাত্র রাজলক্ষ্মী কহিল, অমনি দুটো ফল আর মিষ্টি নিয়ে আসিগে ? বলিলাম, না । না কেন ? না ছাড়া ই বলতে কি ভগবান তোমাকে দেননি ? কিন্তু আমার মুখের দিকে চাহিয়া সহসা অধিকতর উদ্বিগ্নকণ্ঠে প্রশ্ন করিল, তোমার চোখ দুটো অত রাঙা দেখাচ্ছে কেন ? পচা নদীর জলে নেয়ে আসোনি ত ? না, স্নান আজ করিনি। কি খেলে সেখানে ? খাইনি কিছুই, ইচ্ছেও হয়নি। কি ভাবিয়া কাছে আসিয়া সে আমার কপালের উপর হাত ব্রাথিল, তারপরে জামার ভিতর আমার বুকের কাছে সেই হাতটা প্রবিষ্ট করাইয়া দিয়া বলিল, যা ভেবেচি ঠিক তাই । কমলদিদি, দেখ ত এর গা-টা গরম বোধ হচ্ছে না ? কমললতা ব্যস্ত হইয়া উঠিয়া আসিল না, কহিল হ’লোই বা একটু গরম রাজু— ভয় কি ? সে নামকরণে অত্যন্ত পটু ৷ এই নূতন নামটা আমারও কানে গেল। রাজলক্ষ্মী বলিল, তার মানে জর যে দিদি ! কমললতা কহিল, তাই যদি হয়েই থাকে তোমরা জলে এসে ত পড়োনি ? এসেচ আমাদের কাছে, আমরাই তার ব্যবস্থা করব ভাই, তোমার কিছু চিন্তা নেই । নিজের এই অসঙ্গত ব্যাকুলতায় অপরের অবিচলিত শান্তকণ্ঠ রাজলক্ষ্মীকে প্রকৃতিস্থ করিল। সে লজ্জা পাইয়া কহিল, তাই বলে দিদি ! একে এখানে ডাক্তার-বন্তি নেই, তাতে বার বার দেখচি ওর কিছু একটা হলে সহজে সারে ন!— ভারী ভোগায়। আবার কোথা থেকে এসে ঐ গোণকার পোড়ারমুখে ভয় দেখিয়ে দিলে— দেখালেই বা । না ভাই দিদি, আমি দেখেচি কিনা ওদের ভালো কথা ফলে না, কিন্তু মন্দটি ঠিক খেটে যায়। কমললত স্মিতহাস্তে কহিল, ভয় নেই রাজু, এক্ষেত্রে খাটবে না। সকাল থেকে গোসাই রোম্বরে অনেক ঘোরাঘুরি করেচে, তাতে সময়ে স্নানাহার হয়নি, তাই > So