পাতা:শিব-সংকীর্ত্তন.djvu/১১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( براہ لا ) ভেবে চিন্তে হরিদাস আতি মৃদুস্বরে । কাণে কাণে গুহ্য কথা কন ধীরে ধীরে ॥ বিপাকে ঠেকেছি আমি শূল বেদনায় । শিব বিনা নাহি আর এরোগে উপায় । চিরকাল তার সঙ্গে বাদ বিসম্বাদ । চিনিতে পারিলে ক্ষেপ বাপিবে প্রমাদ ॥ তাই এই ছদ্ম বেশে ব্ল দাক্ষ + fরণ । যেন তেন প্রকারেণ স্বীকার্য্য সাধন ৷ ঢুলু ঢুলু নেত্রে তারা উঠে উৰ্দ্ধ দিকে । নালাগ্রে তাবদ্ধ দৃষ্টি ধুতুরার বোকে ॥ ব্ৰহ্ম জ্ঞান রোগে তার বাহা জ্ঞান হারা । চিনিতে পারেন। বৈরী দেখিয়া চেহারা ॥ কিন্তু তার ভূত গুলা বড়ই নিয়ান । তাদের নিকটে বড় চাতুরি খাটেন । করিয়াছি কাৰ্য্য সিদ্ধ অনেক যতনে । অমোঘ ঔষধ ক্ষেপা দিয়াছে স্বপনে ॥ বুঝিয়াছে বেশ দেখে, আমি বড় ভক্ত। দিন দুই গেলে কিন্তু সব হবে ব্যক্ত ॥ নীরোগ হয়েছি আর অল্প আছে বাকী । বুঝে দেখ করিয়াছি কেমন চালাকি । ঔষধ রেখেছি লিখে ভুলিবন। আর । রাগ যদি করে হবে কি ক্ষতি আমার ॥