পাতা:শিব-সংকীর্ত্তন.djvu/১২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( 8 د د ) অবিশ্বাসী তাবোধে প্রবোধ দেওয়া ভার । প্রত্যক্ষ না মানে যদি আমরা নাচার ॥ নিতি নিতি এই মত, ঘটিতেছে অবিরত, কার সাধ্য রাখে সংখ্যাধরি । অল্প শিক্ষ। নানা দোষ, কিছুতে নহে সন্তোষ, অন্ধ কুপে পড়ে, তর্ক করি ॥ বিশ্বাসেই শুভমস্ত, বিশ্বাসে মিলায় বস্ত, বিশ্বাসেই প্রেমের অঙ্কুর । তাবিশ্বাস অন্ধকার, ভবিষৎ ধু-ধুকার, তাই বলে তর্কে বহু দূর । কি পদার্থ দেব শক্তি, কে বুঝে তা বিনা ভক্তি, সে ভক্তির জননী বিশ্বাস । এ-বিশ্বাস নাই যার, কপাল পুড়েছে তার মরুভূমে রথ দেয় চাষ ॥ বিদ্যা বুদ্ধি কাজ নাই, বিজ্ঞানের মুখে ছাই, মূখ হওয়া ভাল কলিকালে । তিনি প্রভু আমি দাস, এইমাত্র অভিলাষ, তার পর যা থাকে কপালে । যেন এই থাকে জানা, বাপার করুণ। বিনী, কোন কৰ্ম্ম সম্পন্ন না হয় ।