পাতা:শিব-সংকীর্ত্তন.djvu/১২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হরিকে কি হেতু কৃপা, সে কথা জানুন বাপা, আমার জ্ঞাতব্য তাহ নয় ॥ ---سسهلاك هس-- অল্প দিনে ভুলে হরি শূলের বেদন । একান্তে বসিয়া চিন্তা করে নিরজনে । শৈব হয়ে সহিলাম নানান লাঞ্ছন ॥ ইহ পরকাল গেল পড়ে দুই টানে ॥ রাধাকান্ত পাদপদ্ম গাথা এই প্রাণে । ভজিলাম বৈরী-দেবে ঠেকিয় সঙ্কটে । ফিরিয়া বৈষ্ণব হই বাঞ্ছা এই ক্ষণে । কিন্তু যে বাপার তরে প্রাণ কে দে উঠে ॥ রাধাকান্তে দু-কথা বলেছি অভিমানে । কাজ নিতে বাপার করিনু উপাসনা । ভাল হলে ফিরে যাবে ছিল এই মনে ॥ ফাদে ফেলিবেন বাপ স্বপনে জানিনা । জনমে জানিন। পরকাল কারে বলে । পৈতৃক বিগ্রহ নিয়ে চালাই ব্যবসা । যা-পাই তাহার নামে সুখে দিন চলে ॥ দিনান্তে দেখাই তারে দু-খানি বাতাস ৷