পাতা:শিব-সংকীর্ত্তন.djvu/১৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ১২৯ ) বিশেষতঃ রাধাকান্ত নহে ক্ষুদ্র বৈরী। গিরি তুলে আঙুলে কুঞ্জর মারে কিলে । বড় তুচ্ছ কথা দেব ! আমি যদি মরি ॥ তুমি কেন পর দায়ে ঠেকিবে মুস্কিলে । আরো দেখ আমি তো তোমার ভক্ত নই ৷ তামার মরণে তব কলঙ্ক হবে না । পাছে পাছে প্রেম দাস আসিতেছে ঐ } যা ইচ্ছা করুক তুমি কিছুষ্ট বোলে না | দেখ কিবা বাপার মাহাত্ম্য চমৎকার । দ্বার দেশে প্রেমদাস থমকি দাড়ায় । মন্দিরে যাইতে তার মাধ্য নাহি তার ॥ অনল হলকা যেন ঢেলে দেয় গায় | প্রেমদাস ভাবে এ অনল ভেন্ধি-বাজি । না হলে পুড়ে না কেন হরির শরীর । তাই বলে, ভাল ভাল থাকৃ তুষ্ট পাজি । বুঝিবে বাহিরে থাকি কে কেমন বীর ॥ পাপর তুলিল এক ভার গুরুতর । মস্তক করিয়া লক্ষ্য উঠাইল হাত । আশ্চৰ্য্য আশ্চৰ্য্য কা গু ঘটে অতঃপর ॥ ভূজস্তম্ভ কণ্ঠরোধ হলো অকস্মাৎ ॥