পাতা:শিব-সংকীর্ত্তন.djvu/১৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ১৩৪ ) এতকাণ্ডে তাভাগার না হইল “জ্ঞান । নিকটে আসিয়া তাই সাদরে শুধান ॥ বল বৎস ! কোন খেদে চক্ষে বহে জল । শাস্তি নিকেতনে কেন হইলে চঞ্চল ॥ পিয়াসেতে ফাটে বক্ষ ক্ষীরোদে সাতার । তথাপি খুলেন। মুখ এ-কি চমৎকার ॥ যেরূপে তোমারে দেখা দিলেন গোশণএী । হেনরূপ তামি তো জনমে দেখি নাই ॥ যার জন্য লালায়িত ব্রহ্মা আখণ্ডল । সাক্ষণতে দেখিলে হেন চরণ কমল ॥ য। চাহিবে তাই পাবে মাগ ইষ্টবর । তার কি ভাবনা যার সাক্ষাতে শ কর ॥ প্রেমদাস বলে বাবা ! বরে কাজ নাই । ফিরে দেও রাধাকান্তে ঘরে নিয়ে যাই ॥ পায়ে ধরি দিও নাহে কাণে কুমন্ত্রণা । করিবো না প্রাণ গেলে শিব আরাধন ॥ রাধাকান্ত বিনা আমি কিছুই জানি না । ব্ৰহ্মপদ পাই যদি তথাপি ভুলি না । ভুলায় খৃষ্টান যেন করিতে খৃষ্টান । সেই মত বুঝি হে ! তোমার অনুষ্ঠান ॥ কিন্তু মম কিছুতেই নাহি অভিলাষ । জীবনে মরণে আমি রাধাকান্ত দাস ॥