পাতা:শিব-সংকীর্ত্তন.djvu/৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( २२ ) দিন কত লম্ফ বাদ মহা হুল স্কুল । তার পর ক্রমে ক্রমে সমূলে নিৰ্ম্মল কেহ কুঠে কেহ পঙ্গু অন্ধ কত জন । যৌবনে বাৰ্দ্ধক্য ভাব অকালে মরণ ! প্রথিবীড়ে ছাড়িলাম তাদের প্রসঙ্গ । দেখিতেছে নিত্য লোক বঙ্গে কত রঙ্গ । যে আসে বাপার কাছে এরা দেয় বাধা । ফেরে ঘোরে কথা কয় মনে লাগে ধtধ। ] ললে, “বেটী গোয়াল বিষম ধূৰ্ত্ত ভণ্ড । ভুলাইয়া কড়ি নিতে করেছে এ-কাণ্ড ॥ দেবতা তেত্রিশ কোটি ব্রাহ্মণের কেন । শুদ্র ছলে তাহীদের দেবত্ব থাকেনা ৷ চিরকাল তাছে পড়ে সামান্য পাথর । রাখালে কুটিতে। ধান মাথায় গহবর ॥ দেবতা হইলে কি শূদ্রের হাতে খায় । সহজ বুঝেন লোক ধুর্ভের মায়ায় ॥ দিন কত পরে এক সিদ্ধ-ব্রহ্ম ঋষি । চতুর্দশী নিশিযোগে উপনীত আসি ৷ বাপারে প্রণাম করি বিনয়ে শুধান । কোন হেতু দাসে দেব ! কাননে আহবান । বাপ৷ কন মোহান্ত হইয়া কর বাস । যতনে জগতে কর আমারে প্রকাশ ॥