পাতা:শিব-সংকীর্ত্তন.djvu/৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( २ 8 ) না জানে কে জগতে মহিমা তোমার । কার কাছে পরিচয় দিবে। তামি কার ॥ বিশ্বেশ্বর বিশ্বাপার প্রস্তরে সংযত । কেমনে বলিবে হেন বাক্য অলঙ্গত ॥ অসীম ব্রহ্মাণ্ডে র্যার অর্ণটে নাই স্থান । ক্ষুদ্র-শীলা-খণ্ড কি তাহার পরিমাণ ॥ মহিমার হানি হয় বলিলে এ কথ। । ক্ষমা দে ও ভাবিতে মরমে লাগে ব্যথ | কত কষ্টে কাটিয়াছি সংসারের মায় । বড় অাশে তাপ্রয়ে লয়েছি পদ ছায়। ॥ আবার সাজিবে সং হইয়। মোগন্ত । বিষয়ে জড়িত হয়ে হবে মতিভ্রান্ত ॥ না জানি এ শাস্তি প্ৰভু কোন অপরাধে । জেনে শুনে কেমনে ফেলিতে চাও ফাদে বিজনে আনন্দে থাকি সমাধি সাধনে । সুধা ফেলি আগলিব বিষয় বিষ পানে ॥ ভয় হয় বলিতে হে কথা হবে কটু । হরি হর দুজনেই ছলনায় পটু ॥ তাই বলি মিছা কাজে ঘুরাওনা প্ৰভু । স্পেহাস্ত হইতে আমি পরিবে না কভু ! ঈষৎ কুপিত ভাবে বলেন শঙ্কর । বুঝিলাম তুমিহে নিতান্ত স্বার্থপর ॥