পাতা:শিব-সংকীর্ত্তন.djvu/৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( چb ) রাজা বলে বৃদ্ধ হলে বুদ্ধি লোপ পায় । এ-যদি ব্রাহ্মণ তবে কোথায় পইত। P পরিচয় দিতে কেন, মুখে নাই কথা ॥ কি দেখে ভুলিলে তুমি ভণ্ডের মায়ায় ॥ সময় পাইয়া উঠে চাটুকার বটু । জাতীয় ব্রাহ্মণ কিন্তু গায়ত্রী বজিত । কানন ভোজন যাগে ইনি পুরোহিত ॥ মদির শোধনে আর বলিদানে পটু ॥ গলায় পবিত্র গ্রন্থি পইতা ত্রিগুণ। । ব্রাহ্মণ শূদ্রের এই ভেদাভেদ চিহ্ন । তাই যার নাই তার কিসের ব্রহ্মণ্য ॥ চিহ্ন না থাকিলে ষাড় হয় গাড়িটানা ॥ অভেদ্য কবচে যথা অাবরিত দেহ । পইতা থাকিলে কেহ করে না প্রহার । শাপ বা ভিক্ষণর কালে বড় দরকার ॥ এর গুণে চব্য চোষ্য চলে অহরহ ॥ কে বুঝে এ যজ্ঞস্থত্রে কত উপকার । কণক-ত্রাশ ধনু যথা গৃহীর উঠানে । পাকাটির শর বাধা জ্বরাজীর্ণ ঘূণে ॥ স্বস্থানে থাকিয়া করে কাৰ্য্যের উদ্ধার ॥