পাতা:শিব-সংকীর্ত্তন.djvu/৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( 45 ) দূরদেশী যাত্রী জুটে, মাঠে মঠ পানে ছুটে, দূর হতে দেখি শ্ৰীমন্দির। মুনন্দে নাচিয়৷ উঠে, নতি করে করপুটে, প্রেমভরে রোমাঞ্চ শরীর । এই সঙ্গে শিবিকায়, যুবা এক ক্লিষ্ট কায়, আসিতেছে বাহকের কাধে । শব্দ শুনে দ্বার খুলে, • শীঘ্ৰ নামে ভূমি তলে, দণ্ডবৎ করে মনোসাধে | রূপ অতি মনোহর, কিন্তু রুগ্ন কলেবর, ভক্তিপূর্ণ তরূণ হৃদয় । - চিত্তদগ্ধ অনুতাপে, কোন পাপে দেহ কাপে, জানি না বিশেষ পরিচয় ॥ জননী আছেন সঙ্গে, হাত বুলাইয় অঙ্গে, বলে বাছ ; গায়ে নাই বল । তাতিল মাঠের মাটি, . করিও না হাট ঠাটি, দেব দ্বারে দোলা চেপে চল । ছোট লোক দণ্ডী খাটে, বুকে মুখে কাটা ফুটে, দুঃখী সহে শারীরিক কষ্ট । টাকা দিবো মুঠ পূরে, সৰ্ব্ব দোষ যাবে দূরে, নগদে দেবতা বড় তুষ্ট । জান না কি ক্ষেপ ছেলে, ধনে স্বৰ্গ মোক্ষ মিলে, দেব দেবী বশীভুত ধনে ।