পাতা:শিব-সংকীর্ত্তন.djvu/৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( வ8 ) ধীরে ধীরে পুন তারে বলিল ললনা । দেখিবো তোমারে অণর মনে তা ছিল না । এ-প্রাণ এ-দেহ নাথ ! সকলি তোমার } আত্মঘাতে দাসীর কি আছে অধিকার ॥ স্বেচ্ছাচারী নারী ৰিনা কে কবে কোথায় ? স্বামী আজ্ঞা না পাইয়। প্রাণ দিতে ষায় । নহি নহি নহি নাথ ! তেমন অবাধ্য । তা হলে কি চরণ ছুইতে হতে। সাধা ॥ সাবে মাত্র এক দোষ কর পরিহার । আসিয়াছি হত্য দিতে অজ্ঞাতে তোমার a চিনিল যুবক যুবতীর কণ্ঠ স্বরে । ভাবিল কৈলাসে আসিয়াছি সশরীরে । রজত পৰ্ব্বত প্রভা মোহান্ত মুরতি । সাক্ষাৎ শঙ্কর জ্ঞানে কfরল প্ৰণতি ॥ কর যোড়ে পদযুগে বলে গদ বাণী । অধম অজ্ঞান স্তব স্তুতি নাহি জানি ॥ অন্তর্যামী জান হে ! আমার পরিচয় । বলিতে আপন মুখে বিদরে হৃদয় ॥ দেখিতেছি অসম্ভব সমস্ত ঘটনা । শঙ্কা হয় এ বুঝি হে ! স্বল্প বিড়ম্বন । বাঞ্ছা কল্পতরু তুমি শুনেছি গোসাঞী । তাই হে তোমার পায়ে এই ভিক্ষ। চাই ø