পাতা:শিব-সংকীর্ত্তন.djvu/৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ११ ) অযথা স্বীকারে বাড়ে দ্বিগুণ জঞ্জাল । সবে বলে বল বেটা কোথা চোরা মাল ॥ কাতর করুণ স্বরে বলিল আবার । কিছুই জানিনা বাবা দোহাই বাপার । কেবা কাণ দেয় হায় চোরের কান্নায় । দয়া মায়া দেশ ছাড়ি ছুটিয়া পলায় ॥ আমরা বিশেষ জানি চোরের খবর । রজত গেলাস হস্তে মাঠে দ্বিজবর ॥ । নির্দোমির প্রতি হলো পীড়ন প্রহর । হাসিবে নাস্তিক দল দেখে অবিচার ॥ কিন্তু ভাই পাঠক ! তুমিতো বিচক্ষণ । চোরের বদন প্রতি কর নিরীক্ষণ ॥ এই সেই ছদ্মবেশী ব্রহ্মচারী ভণ্ড । বুঝে দেখ কি পাপে হইল কোন দণ্ড ॥ ইহার দুৰ্গতি দেখে কিছু দঃখ নাই । মরি কি ধৰ্ম্মের খেলা বলিহারি যাই ॥ কোন পাপে কোন দণ্ড কবে হয় কার । সে হিসাব ধৰ্ম্ম বিনা কেবা রাখে আর ॥ তথাপি মানব জ্ঞান গরিমায় মাতি । বিধির বিচারে ক্ষুৎ ধরে দিব। রাতি ॥ খুঞা বুনে ক্ষুদ্র তাতী এক হাত ভাত । তথাপি লাগায় ছুটে তসরেতে হাত ॥