পাতা:শিব-সংকীর্ত্তন.djvu/৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| 6 সৰ্ব্ব গুণালিত বলিলে অত্যুক্তি হয় না। তবে বৃদ্ধ মহর্ষি দুৰ্ব্বাস আদি যে পিলি ভূমিতে অছিাড় খাইয়। সৰ্ব্বাঙ্গে কাদা মাখিয়। ਵੂਲ সাজিয়ছিলেন, সেই পিচ্ছিলে যদি এই আজীবন ব্রহ্মচারীর কদাচিৎ পাটলিয়া থাকে, তাত কি একেবারে অপরিহার্য্য ! বাপার সম্বন্ধে যতদূর জানিয়াছি সাধ্যমতে তাহ বর্ণন করিলাম । সমাজে একটী চির প্রচলিত বচন আছে, “বিশ্বাসে মিলায় বস্তু, তকে বহুদুর" এই পবিত্র ধামেই এই কথার সার্থক তা হয় । গ্রন্থ রচনা সমাপ্ত হইলে চিন্তামণি বাবুষ্ট ইঙ্গর মুদাঙ্কন কাৰ্য্যে অদ্ধেকাংশ অর্থ সাহায্য করিয়াছেন। আব্দুল রাজধানীর অধিপতি বাবু ক্ষে রকৃষ্ণ মিত্র, এবং জুজারসাহাবাসী জমিদার বাবু প্যারিলাল মান্ন। প্রভৃতি ও বিশেষ সাঙ্গাগা করিয়াছেন । শ্ৰীপ্ৰাণবল্লভ শৰ্ম্ম। মুখোপাধ্যায়, নিবাস জনষ্টি, সম্প্রতি হাওড়া । ১৮৯২ সাল ।