পাতা:শিব-সংকীর্ত্তন.djvu/৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ४२ ) কেমনে ঘুচিবে তব এ বিষম ঘোর । যোগীন্দ্র মুনীন্দ্র র্যারে ধ্যানে নাই পায় । তোমার বিচারে যদি সেই জন চোর ॥ ধরিলেন কেন তারে গাছের তলায় ॥ বুঝিলনা বাক্য মূঢ়, বলে গৰ্ব্ব ভরে । এখনি ধরিতে পারি আজ্ঞা যদি পাই । সঙ্গিনী ফেলিয়া বেট। যাবে কত দূরে ॥ সন্ধান বলিবে মাগী, সঙ্গে নিতে চাই । সকলি বলিবে এরে করিলে পীড়ন । কি জাতি কি কাজ করে কোথায় বসতি । পৰ্ব্বত কানন গ্রাম করি আস্বেৰ্মণ ॥ বাধিয়। তস্করে এনে দিবো রাতারাতি ॥ পুনঃ মিষ্টভাষে তারে বুঝান মোহান্ত । কিজানে তাহার তত্ব দুঃখিনী অবলা । নীরব র্যাহার তত্বে অভ্রান্ত বেদান্ত ॥ বাঙমন অগোচর যার লীলা খেলা ৷ কি জাতি কি কাজ তার বসতি কোথায় । আমিই তোমারে বাপু বলে দিতে পারি । বুদ্ধি থাকে বুঝে লও যদি প্রাণ চায় ॥ বেশী কথা নয় মোটে গোটা দুই চারি ।