পাতা:শিব-সংকীর্ত্তন.djvu/৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অধ্যায়। এই রূপে নিত্য নিত্য কত লীলা হয় । সংখ্যা নাই কেমনে বা দিব পরিচয় ॥ বিশেষতঃ হীন মতি আমি ক্ষুদ্র প্রাণী । তথাপি বলিতে সাধ যাহা কিছু জানি ॥ ব্রাহ্মণ তনয় দুট মাঠ পারে বাস । বড় ভাই প্রেমদাস, ছোট হরিদাস । ভক্তিমান ভাগবৎ বৈষ্ণব দু-জন । চাষ বাস শিষ্য লয়ে জীবন যাপন ॥ গৃহে রাধাকান্ত মুর্ভি প্রস্তর বিগ্ৰহ । গৌরচন্দ্র নিত্যানন্দ আদি দারু দেহ ॥ দুজনের গুরু ষড়ানন বিদ্যাভাং । উস্তব গোস্বামীকুলে অকাল কুষ্মাণ্ড । বিশেষ নিপুণ কিন্তু গুরু-গিরি কাজে । স্থল বুঝে বিধি দেন যা যখন সাজে । সুধা বরিষণ হয় তার বক্তৃতায় । ইচ্ছামত নানা অর্থ এক কবিতায় ॥ সেই শ্লোক বিনা আর পুজি পাট। নাই । অথচ প্রত্যেক স্থলে উপমাট চাই ॥ কাজেই কল্পিত অর্থ করেন উদগার । শিষ্যভাৰে গুরুর কি বিদ্যা চমৎকার । ( t )