পাতা:শিব-সংকীর্ত্তন.djvu/৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ૧ ) ফ্যাল ফ্যাল'চান গুরু মুখে নাই বোল । কে জানে যে, ষ এ লএ এতো গণ্ডগোল ॥ মাধব মদক ছিল নিকটেতে খাড়া । কাশীদাসী ভারত পড়েছে আগা গোড়া । মাধব বলিল, প্রভু ; দেখেছি ছাপায় । পেটকাট। ষএ ষড়ানন লেখা যায় । সুযোগ বুঝিয়। রাগে ফুলিলেন গুরু । দুই চক্ষু রক্তবর্ণ কাপে বক্ষ উরু । ওরে বেটা অবৈষ্ণব পাষণ্ড চণ্ডাল । কি কথা বলিলি মুখে গেল পরকাল । পবিত্র গোস্বামী কুলে জনম আমার । মম নামে পেট-কাটা ষএর ব্যাভার । না মানি পাণিনী মাহেশ্বরী ব্যাকরণ । প্রাণ গেলে করিবোন "কাটা” উচ্চারণ । ব্ৰহ্মহত্যা গেtহত্যায় অাছে প্রতিকার । রসন দূষিত হ’লে গতি নাই তার ॥ আজি হতে মাধবের গুরু আমি নই 1 পাঠাবো থারিজি পাট দিন দুই বই ॥ তবে যদি আপনার রসন সোনায় । সৰ্ব্বস্ব গুরুকে দিয়া পাপ ক্ষমা চায় । পাজি পুথি দেখে পরে হবে বিবেচনা । পাঁচ সিকা দিলে হবে প্রথম সুচনা 1