পাতা:শিশু-ভারতী - অষ্টম খণ্ড.djvu/১৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালগলাল কথা হস্তে নিহত হন। দক্ষিণ রাঢ়েব (বৰ্ত্তমানহাওড়া-হুগলি-বৰ্দ্ধমান জেলা ) রণশুর, বঙ্গরাজ্যেৰ গোবিন্দচন্দ্র ও উত্তর বাঢ়ের মহীপাল রাজেন্দচোলেব নিকট পরাজিত হইয়াছিলেন। উত্তৰ বাঢ়েল অন্তর্গল মুর্শিদাবাদ জেলায় মহীপাল নামে একটি নগলেব ধ্বংসাবশেষ আছে । উতাই সে সময়েৰ মহীপালদেবের বাজধানী ছিল বলিয়া অনুমান হয। উক্তাব নিকটে সাগরদীঘি নামে একটি পিশাল জল৷ শয় মহীপালের কীৰ্ত্তি ঘোষণা করিতেছে । দিনাজপুপেল মহীপালদীঘি নামে একটি প্রকাণ্ড দীঘি তাহাব নাম ৰক্ষা করিয়া অসিতেছে। কাশীপামে প্রতিষ্ঠিত শিল ও দুর্গার মন্দিব এবং তাঙ্গাল নিকট সাবনা গেল অশোক ভূপ, পৌদ্ধ মন্দির ও অশোক স্তম্ভেব সংস্কাৰ র্তাহাব কীৰ্ত্তিব পৰিচয় দেয় । মহীপালদেবের অাদেশে কপিলব ক্ষেমাশ্বল বিশ্বামিল ও হৰিশচন্দ্রেল কথা লইয়া চণ্ডকৌশিক নামে একখানি সংস্কৃত নাটক বচনা কবিয়াছিলেন। তাহাতে মহীপালদে ল কণাটগণকে পরাজিত কবিয়া কীৰ্ত্তি লাভ কবিয়াছিলেন বলিয়৷ লিপিত অাছে। মহীপাল বায়ান্ন সৎসব লাজত্ব করিয়াছিলেন । তাহার কীৰ্ত্তি স্মরণ করিয়৷ অনেক গীত বচিত হইয়াছিল। সে গুলি মহীপালের গীত নামে প্ৰসিদ্ধ । "বঙ্গভাষা ও সাহিত্য’ প্রণেতা ডাক্তাব শ্ৰীযুক্ত দীনেশচন্দ্র সেন বলেন—বৃন্দাবনদাস চৈতন্যের পূৰ্ব্বে বঙ্গদেশের অবস্থা কি ছিল, তাহা বলিতে যাইয়া লিথিয়াছেন— মহীপালের গীত যোগীপাল গোপীপাল মহীপাল গীত । ইহা শুনিতে যে লোক আনন্দিত ॥ F. 6–37 লোকে যখন তখন মহীপালের গীত গাইত। সেই জন্য “ধান ভানিতে মহীপালের গীত” বলিয়া একটা কথা প্রচলিত অাছে। মঙ্গীপালের মৃত্যুব ৪৫ শত বৎসরেও যে গীত বাঙ্গলার ঘরে ঘরে পূর্ণোদ্যমে গীত হইত এবং এগন কিঞ্চিন্নান সহস্ৰ বৎসব পবেও যাহা একেপাবে বিলুপ্ত হয় নাই, সেই গানেৰ বিষয়ীভূত বাজচরিত্র যে কতটা জনপ্রিয় হইয়াছিল, তাহা সহজেই অনুমান করা যায়। একটি ক্ষুদ্র মহীপালের গানে আমরা জানিতে পালিয়াছি, লীলা নামী এক ধনাঢা পণিক কন্যাকে মহীপাল ভালপাসিতেন । তাঙ্গকে পাওয়াব জন্য কত হিমপূর্ণ রাজ্য খুজিয়াছেন, গ্রীষ্মকালে উষ্ণ প্রদেশে গমনাগমন কলিয়াছেন। একদিন তিনি শুনিলেন, তাহাব নবনিৰ্ম্মিত দীঘিতে স্নান করিলার জন্য সেই সুন্দৰী কস্যা আপনা হইতে আসিয়া জলে সঁতাব কাটিতেছে । মহীপাল নিজে জলে নমিয়া তাহাকে রাজবাড়ীতে আনিয়াছিলেন । এই সকল গল্পকপার ঐতিহাসিক মূলা কি তাহা জানিনা। তবে পল্লীগাথা অনেক সময়েই সঙ্গের একটু ইঙ্গিতকে ভিত্তি করিযা তাঙ্গার উপর কল্পনার সৌধ নিৰ্ম্মাণ কবে । ( বুহৎলঙ্গ—২৬২-৬৩ ) পৌদ্ধ পণ্ডিত তাবনাথের মতে মহীপাল বায়ান্ন বৎসর বাজত্ব করেন। মহীপালের মৃত্যুব পব তাহার পুত্র নয়পাল সিংহাসনে আবে1হণ করেন । তাহার সিংহাসনারোহণ নিরাপদে ঘটে নাই । নানা রূপ লিন্দ্রোহ ও অশাস্তিব মধা দিয়া তাহাকে সিংহাসনে বসিতে হইয়াছিল। নয়পালের রাজত্বের ইতিহাস কয়েকটি কারণে বিশেষ প্রসিদ্ধ হইয়া রহিয়াছে। তাহার একটি হইতেছে বাঙ্গালী পণ্ডিতের প্রাধাহা । Հ>Հ Տ - -- حمام مام