পাতা:শিশু-ভারতী - অষ্টম খণ্ড.djvu/২৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

事壬F দুইটি মূক্তন রাজবংশ মহীপালদেবের পর হইতে আবার পালবংশের অবনতি ঘটে, এই সময়ে একটি নূতন রাজবংশ পূর্ববঙ্গে প্রতিষ্ঠা লাভ করিতেছিল, এই বংশ চন্দ্র রাজবংশ নামে বিখ্যাত । এই বংশের একজন রাজাই বিখ্যাত হুইয়াছিলেন । তাহার নাম শ্ৰীচন্দ্র। ক্রীচন্দ্রের পিতার নাম ত্ৰৈলোকচন্দ্র। ইনি প্রথমে চঞ্জস্বীপে বা বর্তমান বরিশাল জেলার - ভিকলভে ৰাঙ্গণহনী পৰিছত • • দেখিয়াই বুঝা যায়। ঐ স্থান আজকাল রামপাল বলিয়া পরিচিত । বিক্রমপুর-রামপাল প্রাচীন বিক্রমপুর নগরী বা রামপালে যে সকল ইষ্টকালয় ছিল তদ্বারা ঢাকা নগরীর অনেকানেক ইষ্টকালয় নিৰ্ম্মিত হইয়াছে রামপাল একটি বৃহৎ স্থান । উহার এক অংশের নাম শাখারী বাজার। পূৰ্ব্বে তথায় অনেক শাখার জাতি বাস রামপাল দীঘি-বিক্রমপুর রাজা হন। ইহঁার পুত্র শ্রচন্দ্র কিন্তু সমস্ত পূৰ্ব্ববঙ্গের অর্থাৎ ত্রিপুরা, নোয়াখালি, ঢাকা, ফরিদপুর, ও বরিশাল জেলা জুড়িয়া বেশ একটি মাঝারি রকমের রাজ্য প্রতিষ্ঠিত করিয়া ফেলিলেন। এই शrarव शक्षिानैौ घ्शि &ीवियमश्झ । “ं বিক্রমপুর নগরের ভগ্নাবশেষ আজিও ঢাকা জেলার বিক্রমপুর পরগণায় দেখিতে পাওয়া যায়। এক সময়ে বিক্রমপুর প্রকাও নগর ছিল, তাহা উহার ভগ্নাবশেষ, করিত। পরে যখন ঢাকা নগরীর পত্তন হয়, তখন: তাহার (শাঁখারীরা ) তথা হইতে ঢাকাতে যাইয়া বাল এবং ব্যবসায় কবিতে মারম্ভ করে । রামপালের পশ্চিমাংশের নাম রথুরামপুর। রামপালে চৌগড়ার বা গড়ের অস্ক নাই। এ স্থানের মৃত্তিকাগর্ত হইতে অনেক প্রাচীন দেবদেবীর মুঠি, মুদ্রা, মূল্যবান হীরক এবং বল্লালবাড়ী নামক প্রাচীন রাজবাড়ীর ধ্বংসাবশেষ, বাধা আদমের মসজিদ, দা ও পুষ্করিণী - t

i