পাতা:শিশু-ভারতী - অষ্টম খণ্ড.djvu/২৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

: i. - সুপ্রিল যায়। আবার এই ১৭ অাউপ রূপ টাকশালে জমা দিলে ১৬ আউন্স রূপার বদলে যতগুলি মূত্র পাওয়া যাইত তাছা অপেক্ষা কিঞ্চিদধিক পৰিমাণ মুত্রা পাওয়া যাইবে। অতএব স্বর্ণমুদ্র কাছে বাথিয়া সোণান্ধপার বাজারে বিক্রয় করিয়া, সেই রূপায় টাকশাল হইতে মুদ্রা করাইয়া লইয়া পাওনা মিটালোই লাভজনক । ফলে এই পাড়াইবে যে, দেশের টাকাকড়ির মধ্যে আব স্বর্ণমুদ্রা খুজিয়া পাওয়া যাইবে না, বেীপা মুদ্রারক্ট প্রাধান্ত দেখা যাইবে । কোন দেশের সবকার যখন পুরাতন মুদ্রা বা ক্ষয়প্রাপ্ত মুদাগুলিকে টাকাকণ্ডিল বাজার হইতে সরাইয়া ফেলিতে চাহেন তপন গ্রেশমেল নিয়মটী থাটিতে দেখা যায। যদিও পুরাতন ও নূতন মুদ্র। উভয়েবই ক্রয়শক্তি এক, তথাপি লোকে নুতন মুদ্র। হাতে পাকলে তাহা আর কত ছাড়া কবিতে চাচে না। মনে কল, তোমাব লন্ধু শুশীলকে তোমায কিছু টাকা দিতে হইবে। পকেটে ছাত পুবিধা তুমি একমুঠ টাকা বাহিব কবিলে—দেপিণে যে তুমি সম্পূর্ণ অজ্ঞাতসারেই চকচকে টাকাগুলি নিজেল পকেটে লাগিল। ময়লা টাকা গুলি লাছিয়া লাছিযা স্বশীলকে দিতেছ। এইভালে নতন মুদ্রাগুলি বাজালে আসিবাল সাথে সাথেই অনুপ্ত হইয়। ধাঘ এবং পূৰ্ব্বাপেক্ষ অধিকতর পবিমাণে পুৰাতন মুদ্রগুলি দেখা যায। পুরাতন মুদ্র গুলি সবকালী তহবিলে আসাল সঙ্গে সঙ্গে যদি সরকাল সে গুলি আটকাইয়া না রাখেন, তবে বহুদিন পর্যান্ত পুরাতন মুদ্রাই কেবল বাজাবে দেখা যাইৰে । তবে একটা কথা, যদি টাকাকডিব যোগান একটা পুরাতন যুদ্রা সম্পূর্ণ মিটাইতে ন পালে তবে পুরাতন মুদাল সহিত নূতন মুদ্রাও চলিবে । এবার হয়ত তোমাদের মনে হইতে পারে যে উৎকৃষ্ট মুদ্রাগুলি সরিয়া পড়িয়া যায় কোথা ? প্রথমতঃ, যাহাদের হাতে উৎকৃষ্ট যুদ্রাগুলি যাইয়া পড়ে তাহারা সেগুলি বাক্সবন্দী করিয়া বাখে অর্থাৎ উৎকৃষ্ট যুদ্রাগুলি সঞ্চিত হইতে থাকে। ইউরোপীয় মহাসমর আরম্ভ হইবার পর আমাদের দেশে লোকে টাকা বা গিনি হাত-ছাড়া কবিতে চাচ্ছে নাই । শে-দেশে লোকে টাঞ্চ ৰঞ্চে পুরিয়া বা মাটীতে পুতিয়া না রাখিয়া ব্যাঙ্কে জমা করিয়া রাখে সেখানের ব্যাপার একটু পৃথক । ব্যাঙ্ক মাঝে মাঝে বিদেশে টাকাকড়ি পাঠায়। বিদেশ হইতে মাল আমদানী করিয়া তাহার মূল্য বাবৎ টাকাটা ব্যাঙ্কের মারফৎই সাধারণত: পাঠান কইয়া থাকে। যদি বাজারে রূপার দর, মুদ্রা-মূল্য অপেক্ষ বেশী থাকে তাহা হইলে ব্যাঙ্কের পক্ষে রূপার বদলে সোণাই বিদেশের পাওনা মিটানোব জন্য পাঠান লাভজনক । এই ভাবে দেশের মধ্যে ব্যবহারেল জল্প রূপা থাকিয়া যায়। আর সোণা বিদেশের গণ পরিশোধের জন্য ব্যবহৃত হইতে থাকে। কি গু, তাছা হইলে যে-সব দেশে রোপা মুদ্রারও চলন আছে" সে-সল দেশে সোণ সরিয়া পড়ে না কেন ? ইহাৰ হেতু এই যে, সে-সব দেশে লোকে ৰূপা ট'কশালে জমা দিয়া ইচ্ছামত মুদ্রাম পরিণত কবিলাব ক্ষমতা সবকার নিজেল হাতেই সম্পূর্ণ লাগিয়াছেন। অপপ কেই মুদ্রণ প্রঙ্গ ত করিতে পারে না বা কলাইগাও লইতে পাবে না। সলকাব বৌপ্য মুদাল জঙ্গ বাণী আদায করিয়া নিজের তহবিল বাড়ান ; কিন্তু সেজন্য সলকারকে অনেকখানি দায়িত্ব গ্রহণ কবিতে ইযাছে। সরকারকে দেখিতে হয ধে, যেন বৌপ্য মুদ্রা অধিক পবিমাণে ছাড়া না হয়, কেননা তাহা হইলে রৌপ্য মুদ্রাব মূল্য কমিয়া যাইলে বা হতাদর ইষ্টবে। যাহাতে বেশী ছাড়া না হয়—একবারে ঠিক ঠিক ছাড়া হয়—সেদিকে লক্ষা বাগ বড় সহজ কথা নয, যেহেতু অধিক বা অল্প ছাড়া—উভয়েল ফলই ভয়ঙ্কর। রৌপ্য মুদ্রার পলিমাণ কম থাকিলে যাহারা সোণাল বদলে রূপ। চাষ তাহাদিগকে মুস্কিলে পড়িতে হয়। সরকাল সাধারণত: কখনও প্রয়োজনেল অপেক্ষা কম বৌপ্য মুদ্রা ছাডিতে চাহিবে না, কেননা, তাহাতে র্তাঙ্কার অতপানি পরিমাণ বাণী লোকসান হুইবে । অধিক রৌপ্য মুদ্রা ছাড়াব ফল এত ভযানক যে সরকারের পক্ষে তাহা বুঝিতে পারিলে পদ কবিবার চেষ্টা করা উচিত। রূপাকে যদি অবাধ ভাবে টাকশাল হইতে মুদ্রায় পরিণত করা যায় তৰে অল্প সময়েই সোণা দেশের টাকাকড়ির বাজার হইতে সরিয়া পড়িৰে। সেইজন্স রূপাকে চল২-সিক্ষা করা উচিত। পাশ্চাতা দেশ সমছে প্রায় পৰ্ব্বত্রই এই ব্যবস্থা আছে । . - 5° Q У