পাতা:শিশু-ভারতী - চতুর্থ খণ্ড.djvu/১৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দষ্ট পৃথিবীর লোক লালগ্নিও, মানুষ তৃতীয়টি হয় অমুখ-বিসুখ হ’লেই। চোকিটি ৩ অক্ষরের।” উত্তর :–তা র কা উত্তর :–র জ ত উত্তর.:—কা ত র (ঙ) লুকানো শব্দ বাহির কর – উদাহরণঃ-নীচের লাইনে কয়েকটি পশু-পার্থীর নাম লুকালে আছে। বাহির কর –“কাক কত বার পাচিল টপকিয়েছেন, বাইরে বা স্বরে কেউ টের পায় নি।" উত্তর :–‘কাক, চিল, ৰাঘ, কেউটে । (চ) শব্দের অক্ষরের পরিবর্তন করিয়া অদ্যা শব্দ প্রস্তুত করা:– উদাহরণঃ—‘কালে’কে ‘সাদ" কর । এক বারে একটি অক্ষর পরিবত্তন করা চলে এবং প্রত্যেকটি পরিবর্তিত কথার অর্থ থাকা চাই । উত্তরঃ—‘কালো-কাল-কাদা—লাদ। ৩ । সমস্যা— 4* cथनौब्र७ वथ् ७1दाcद्रत भाषा श्ध्र । भानজোক, ভাগ-ভাগি, চলা-ফেরা, সাজান প্রভৃতির ব্যাপার লইয়া নানা প্রকারের সমস্তার ধাধা হইতে পারে। ছবির মধ্যে লুকানে জিনিৰ খুজিয়া বাহির করা লইয়াও বহু সমস্তার ধাধা হয়। শিশু-ভারতীর ১১শ সংখ্যার ৮৬৪ পৃষ্ঠার ছবিতে সমস্তার ধাধা প্রকাশিত হইয়াছিল। ৪ । হিসাব বা অঙ্ক ও রাশির ধাধা-- অনেক ধাধাতে অঙ্ক লা হিসাব থাকে। যেমন, বয়সের হিসাব, দূরত্বের হিসাব, ওজনের হিসাব, মাহিনীর হিসাব, লাও-লোকসালের হিসাব প্রভৃতি । ইহার অধিকাংশেরই উত্তর অঙ্ক কষার নিয়ম অনু*ারে বাছির করা যায়। অনেক সময় ধাধটি বলিবার ৰ লিখিবার সময় একটু হেঁয়ালীয় ভাবে লেখা হওয়ায় উত্তর বাছির করিতে মুঞ্চিল হয়। অনেক ধাধা শুধু অন্ধ বা রাশি সাঙ্গান লইয়াই হয়। (CNRR Magic suslares) | ৫ । চোখের ধাধা— আমাদের চোখ অনেক সময় ভুল দেখে—অর্থাৎ বাস্তবিক যাহা, চোখে তার বিপরীত মনে হয়। কোন কোন অবস্থায় সোজা জিনিষ বাকা দেখায়, গোল জিনিষ বাদামী দেখায়, দুটি একই আকারের জিনিষ বিভিন্ন দেখায়, সমদুর ( Parallel ) রেখা (Lines) যেন মিশিয়া যাইবে বলিয়া মনে হয়। এরূপ আরো নানা প্রকারের চোখের ধাধা হইতে পারে। o w % Z % 後 এবার ধাৰা সম্বন্ধে মোটামুটি কথাগুলি বলিলাম। পয়ে বিস্তৃতভাবে উদাহরণ দিয়া বিভিন্ন শ্রেণীর ধাধা দেওয়া হইবে। >\oors