পাতা:শিশু-ভারতী - চতুর্থ খণ্ড.djvu/২৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

همه حمامه-حمام ITET - তোমরা হয় ত এই গোলাপ-রজনীগন্ধার মতন ভাৰ যে, মাহুষ যায় আসে, কিন্তু এই বৃদ্ধ বম্বন্ধর। চিরদিনই এই রকম আছে—এই নাইল, গঙ্গ, মিসিসিপি নদী, এই হিমালয়, এণ্ডিজ, আল্পস পৰ্ব্বত, এই পেসিফিক, আটলান্টিক মহাসাগর, এই এশিয়া, ইউরোপ, আফ্রিকা, আমেরিকা মহাদেশ ! তা যদিই ব ভাব আমি তাতে ত আশ্চৰ্গা হব না। কিন্তু কথাটা স •া নয়। একদিন এশিয়া, ইউরোপ, হিমালয়, আল্পস, এ-সব কিছুই ছিল না। পৃথিবীর জীবন বৃত্তাস্ত আমি যত সরল করে পারি তোমাদিগকে বুঝিয়ে দেব। তবে সকল বিষয়ে ত আর পণ্ডিতদের এক মত নয়। কাজেই আপাতত: মোটামুটি দুচারটে কথা শুনে তোমাদের পক্ষ ষ্ট পাকতে হবে । ধগন স্বযiদেবের অঙ্গ হতে পৃথিবী প্রথম এগোমেলো এক রাশ জড়পি গুরূপে ছিটকে বেরিয়ে পড়েছিল তখন তার অবস্থা স্বগোর অগুরূপ ছিল । অর্থাৎ ৩ার দেছটা ভীষণ তাপে গনগন করছিল । তার মধ্যে এতটুকু কঠিন বা তরল পদাগ ছিল না-সলটাই ছিল ধোয়াটে পদার্থ বা গ্যাস। ছিটকে কেন বেরিয়েছিল, তা ঠিক জানা ধায় না। হতে পারে, স্থয্যের অঙ্গের ভেতর যেসব অগ্নি-উৎপাত হয় তারই ঠেলায় খানিকটা জড় পদার্থ বাইরে এল। হতে পারে, একটা খুব বড় নক্ষত্র পাশ দিয়ে যাবার সময় স্তয্যের দেহের খানিকট টেনে ভেঙ্গে দিয়ে গেল । যে তপ জড়পিণ্ড র্যোর ভেতর গেকে বেরোল, তার গড়ন ছিল একট পটোলের মতন । চিত্র - ১ । চিত্র - ১ । তার গড়ন ছিল একটা পটোলের মতন ধীরে ধীরে সেটা ভেঙ্গে চুরে টুকরো টুকরো হয়ে গেল এই রকম করে । (চিত্র – ২ এক একটা টুকরো হল এক একটা গই। (চিএ-৩)। কিন্তু তারা বেশী দূর পালাতে পারলে না। হুগোর ধে আকর্ষণী শক্তি আছে তার জোরে আলাদা আলাদ। পথে র্যাকে প্রদক্ষিণ করতে লেগে গেল । পাশের ছবিটা থেকে আন্দাজ করতে পারবে, কি রকম ভাবে পৃথিবী আর মঙ্গল, বুধ, বৃহস্পতি শুক্র, শনি প্রভৃতি গ্রহগুলো ঘুরছে। (চিত্র-s)। - - ভভক্ত-প্রথি=ীক্স কথা 38: రి এই যে অাকর্ষণী শক্তি বা টান, এটা জড় জগতের সাধারণ নিয়ম। পাশ্চাত্য ঋষি নিউটন এই নিয়ম প্রথম বুঝিতে পারেন ও সাধারণে প্রচার করেন। হয় ত আমাদের প্রাচীন জ্যোতিষীরাও এ বিষয়ে অজ্ঞ ছিলেন না । নিয়মটা এই যে, স্বষ্টিতে সৰ্ব্বত্র সৰ্ব্বদা প্রত্যেক জড় কণা অন্ত জড়-কণাকে টানছে। যে দ্রব্য যত বড় অর্থাং ধত ভারী, সে তত বেশী জোবে টানছে ।

C

15ળ-- । ૮મળ :-cs; c. સ.દ્રા તારા, ૬૮૫ ૮૦ાન চিত্র-৩ ৷ এক একটা টুকরা হল এক একটা গ্ৰহ е:ъдстятет চিত্র - ৪ । গ্রহগুলো স্বর্গোর চারিদিকে ঘুরছে পৃথিবী যে তার উপরের সব জিনিষকে আকর্ষণ করছে, তা ত তোমরা দেখতেই পাও । খুব জোরে