পাতা:শিশু-ভারতী - চতুর্থ খণ্ড.djvu/৩২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

i----- শিশু-ৰঙ্গৰুতী রকম প্রাণীর পঞ্চর জমে জমে বেশ শক্ত চূণপাথরের(I.ime stone) বা ঘুটিম জাতীয় পাথরের পাহাড় গড়ে উঠতে পারে। আগেই বলেছি, মনে আছে ত. যে, ইংলণ্ডের চtখড়ির পাহাড়গুলো এক একম অতি ক্ষুদ্র আদিম জলজ স্তর দেহ পাকার ইয়ে হয়ে গড়ে উঠেছে । ( oral বা প্রপাল কীট কি রকম করে প্রশান্ত মহাসমুদ্রের মাঝে দী তৈরী আজও করছে, তা তোমরা নিশ্চয়ই ভূগোলে পড়েছ । ক1দ জমে জমে ধে পাথর হয়, তাকে বলে শেল। এই শেল আর একটু শঙ্ক কলে, হয় তোমাদের পরিচিত শ্লেট । বালি জমে জমে হয় বেলে পাথর। পাকড় মুড়ি জমে ৭ে পাথর হয়, তার ইংরেজি নাম Conglomerate । তোমরা যদি কখনও পুবনে৷ বাড়ী ভাঙ্গা দেখে থাক, ত নিশ্চয়ই ৯৭, সুরকী, বালি, কাকড়ের জমাট বড় বড় চাঙ্গড়। তোমাদের নজপে of 5tg | Conplotne rate to thi cont: 442 দেখতে। আগেই বলেছি, শানুক হত্যাদির খোস। *c* *3. Linue Stone Ti 5-1-olo 4 | az otto: সুটিম, চা-খড়ি ও মন্মরের নিকট আস্থাগ। উদ্ভিদCBB KSLL BBB SKS KKS BBBS BBBB পনি মানেহ ৩ মাটি-চাপ ব? কালের পরানো 주o-g || জলের ভেতর কাদ। পালি কি করে পড়ে, ত। এই ছবিতে দেখান হয়েছে। এই যে নরম ঢিলে জিনিল গলে কঠিন শিলা গড়ে ওঠে, এর দুই কারণ। প্রথম কারণ, চাপ । যেমন স্তরের পর স্তর এসে জলে পড়তে থাকে তেমনি নীচের স্তরগুলো উপরের স্তরের ওজনে জমাট বাধতে আরম্ভ করে । তার পর, দিপর পাহাড় থেকে যে সব পদাগ জলে গলে নীচে আসে তার মধ্যে এমন সব দ্রব্য আছে যা সিমেন্টের কাজ করে—অর্থাৎ বালি, পাকর, গুড়ির চাঙ্গড়া বাধে । তা হলে একটা কথা তোমরা বুঝছ ত । প্রকৃতিতে অহরহ এই ভাঙ্গা-গড়ার কাজ চলেছে। উপরের পাহাড়ের পাথর ভাঙ্গছে,তবে ত নীচে জলের ভেতর নুতন পাথর তৈরী হচ্ছে । এই পাথর ভাঙ্গার কাজ নানাস্থানে নানারকমে হচ্ছে । ঠাণ্ড দেশে পাহাড়ের ফাটলের ভিতর জল সুকে যখন সেই জল জমে,তখন বরফের ঠেলায় ফাটল আরও বড় হয়ে যায়। সময়ে ASAAAAS AAASASAAAAASA SAASAASSAAAAAAS SASAAAA S S0L SS -ــــمــــــــ-- ت---- ফাটল বড় হতে হলে তার খানিকট পাথর ভেঙ্গে পড়ে। গরম দেশে, যেখানে জল জমে বরফ হয় না, সেখানে বুষ্টির জলই পাথর চুর্ণ করে। এটা কি করে হয়, বুঝতে চেষ্টা কর । বৃষ্টির জল আকাশ দিয়ে আগবার সময় বাতাসের থানিকটা কালনিকএসিড গোল জল কমাগত পাহাড়ের ফাটলে ঢকে পাথরকে ভাঙ্গছে। এ একটা বিজ্ঞানের নিয়ম। পাহাড়ে দেশে পাথরের বড় বড় চাঙ্গড়। নজর করে দেপলেই বুলতে পারবে যে, তার দেহ ৭৬রষ্টিতে কি রকম পেয়ে যাচ্ছে । দেখবে যে, পাথরের চাঙ্গড়ার বাহিরে কেমন একটা মরচে পড়ার মত হয়েছে। সেই মরচেটা স্বচ্ছন্দে চুরী দিয়ে চেচে নিতে পাব । এছ যে নরম পদার্থ, যা তুমি চেচে নিলে, এটা পচা পাপর বই কিছু না। আকাশের গ্যাস আল জল লেগে লেগে পাথরটা পচে গেছে। পাথর পচলে আস্তে আন্সে সেটা মাটি হয়ে যায়। এই ব্যাপাব ক্রমাগত ঘটছে সংসারে । আর এক জিনিস তোমাদের লক্ষ্য করা উচিত। পুলানো পাকা বাড়ীর গাথুনির ফাটলে অশ্বগ গাছ হয়, দেখেছি ত । সেই গাছকে বাড়তে দিলে ফাটল বড় হয়ে সে দেওয়ালটা ভেঙ্গে পড়ে যায়। পাহাড়েও এই ল্যাপার নিতা ঘটছে। তার ফাটলের ভেতর বৃষ্টির জল পড়ে পাথর পচে মাটি তৈরী হচ্ছে। আর সেই মাটিতে গাছ জন্মে, ক্রমেই পাথরটাকে চোঁচির করছে। এ ছাড়া পাহাড়ে নদীর জলের তোড়ে অনেক সময় পাথর ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যায়। লোকে হরিদ্বার থেকে কত রকমের কুড়ি কুড়িয়ে আনে, দেখেছ ত ! ঠাও। দেশে বা হিমালয়ের উপরে বরফের নদী আছে, এ তোমরা ভূগোলে পড়েছ। সেই নদীর বরফের ঠেলাতেও অনেক পাথর গুড়ো হয়ে যায়। মোটামুটি এই হল পাথর ভাঙ্গার ব্যাপার। গড়ার কাজ কি রকমে হয়, তা উপরে লিখেছি । কিন্তু ভাঙ্গা-গড়ার কথা এই খানেই শেষ হল ন। এ ত হল ক্ষিতিমণ্ডলের বাহিরের ঝড়-বৃষ্টির থেলা। এর চেয়ে আরও ঢের বেশী দারুণ খেল। চলেছে পৃথিবীর গভে । তার কথাও তোমাদের বলতে হবে, কেন না, সেই খেলার থেকেই আগ্নেয় - به مجمجمه