পাতা:শিশু-ভারতী - চতুর্থ খণ্ড.djvu/৪৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

حجم - حمامهههاه


পালকের ভয়ানক যুদ্ধ হইল। এই সময়ে দ্বিতীয় রাজকুমার গোপালক পি তার আদেশে সেই স্থানে উপস্থিত হইয়া পালককে ফিরাইয়ু লইয়া গেলেন। রাত্রি কাটিয়া গেল। পরদিন মধ্যাহ্নকালে রাজা উদয়ন বিষ্কারণ্যে পৌঁছিয়া বন্ধু পুলিন্দকের সহিত মিলিত হইলেন । এই সময়ে ভদ্রবতী হস্তিনী পিপাসাৰ্ত্ত হইয়া জল পান করিল। কিন্তু জল পান করিয়াই ভদ্রবর্তী মরিয়া গেল। রাজা উদয়ন ও রাজকুমারী বাসবদত্তা ভদ্র বর্তীর জন্ত অtক্ষেপ করিতে লাগিলেন। এই সময়ে আকাশবাণী হইল যে, হে মহারাজ উদয়ন ! আমি হস্তিনী নই। আমি মায়াবতী নামে বিদ্যাধরী। শাপগ্ৰস্ত হইয়া হস্তিনী হইযু:ছিলাম । আজ তোমার উপকার করিয়া আমার মুক্তি হঠল। আমি তোমার পুত্রের ও উপকার করিব । রাজকুমারী পাসবদত্তাও সামান্ত নারী নহেন—ইনি দেবী ৷ কোন কারণে মনুষ্যদেশ ধারণ করিয়৷ পৃথিবীতে আসিয়াছেন। রাজা উদয়ন এই কথা শুনিয়া যেন নববলে ধলীয়ান হইয়া উঠিলেন । ৰাজা উদয়ন ও রাজকুমারী বাসবদত্ত পুলিশকের শাবাসে গিয়া রাত্রি যাপন করিলেন । প্রাতঃকালে সেনাপতি কল্পনি সসৈন্তে আসিয়া অপুর সমাবোহে রাজা উদয়ন ও রাজকুমারী বাসবদত্তাকে সসন্মানে কৌশাম্বাতে লইয়া আসিবার উদ্যোগ করিলেন। পর দিন মগধ রাজদূত আসিয়া মহারাজ উদয়নকে সমুচিত সমাদর করিয়া পলিল, মহাৰাজ উদয়ন ! উজয়িনী-রাজ চণ্ড মহালেন বলিয়াছেন, আপনি বাসবদত্তাকে লইয়া আসিয়া ভালই করিয়াছেন। কেননা, বন্দি-অধস্থায় আপনাকে কন্যাদান করিলে আপনাদের নিন্দা হইত, আর তাহা মহারাজের পক্ষে ও মুখ্যাতির কথা নহে। এইজন্ত মহারাজ চণ্ডমহাসেন আপনাকে বলিয়াছেন, আপনি কয়েক দিন অপেক্ষা করুন। তাহার পুত্ৰ গোপালক শীঘ্রই আসিয়া বাসবদত্তার সহিত আপনার বিবাহ দিবেন। দূতের মুখে এই সংবাদ শুনিয় রাজা উদয়ন অভ্যস্ত সন্তুষ্ট হইলেন এবং দূতকে বলিলেণ, আপনি এখন কিছুদিন এইখানেই অবস্থান করুন। রাজকুমার এখানে আসিলে আপনি তাছার সহিত কৌশাম্বী যাইবেন। রাজা ও রাজার ভাবী পত্নী কৌশাম্বীতে আসিয়াছেন জানিয়া প্রজার ঘরে ঘরে মঙ্গলাচার করিতে লাগিল। কয়েকদিনের মধ্যে রাজকুমার গোপালক দূত সহ কৌশাম্বীতে আপিলেন। جمج 3 Փ:ՏԳ न्वi*नन्दनञ्जयः। ভ্রাক্তাকে দেখিয়া বাসবদত্ত বিশেষ পুলকিত হইলেন। গোপালক শুভদিন দেখিয়া উদয়নের সহিত বাসবদত্তার বিবাহ দিলেন। রাজা উদয়ুন রাজকুমারী বাসবদত্তার সাaিধা লাভ করিয়া সৰ্ব্ব প্রকারে মুখী হইলেন। | > || বাসবদত্তাকে বিবাহ করিয়া রাজা উদয়ন রাজকাৰ্য্য এক প্রকার ছাড়িয়া পিয়াছেন । সৰ্ব্বক্ষণ লা সবদণ্ডার মহলেই থাকেন। এই জন্ত মঞ্জিগণ পরামর্শ করিলেন, মহারাজের এই মোহনি দা ভাঙ্গিয়া দিতেই হুইবে । এই রূপ পরামর্শ করিয়া তাহারা গোপনে তদুপযোগী বাল স্থা করিতে লাগিলেন । কিন্তু ঠাছার প্রথমেই মগধের রাজা প্রথ্রোতের উপর দৃষ্টিপাত করিলেন। মগধরাজ প্রভূত প্রতিপত্তিশালী, তাহাকে পরাজিত করা হত সহজ হুইবে না, ভাবিয়া মণিগণ কৌশলে কার্য উদ্ধারের চেষ্ট। করিতে লাগিলেন । ইতিপূপে মগধরাজ তাছার অপরূপ রূপলাবণাবতী কথা পদ্মাবতীর সহিত মহারাজ উদ মুনের বিবাহ দিতে ইচ্ছা করিয়াছিলেন, কিন্তু বাসবদত্তার সহিত তাহার বিবাহ হওয়ায় তাহার সে বাসন পুণ ছয়ু নাই। এপন কৌশল করিম মগধ রাজপুত্রীর সহিত সমাদৃ উদয়নের বিব।ই দিতে পাবিলে তাerদের উদেণ্ড পুর্ণ ইয়। মন্ত্রিগণ ইহারই সুযোগ দেখিতে লাগিলেন। এই রূপ উপায়ু অন্বেষণ করিতে করিতে তাহদের মনে পড়িল, রাজা উদয়নের সহিত বাসবদত্তার কিছুদিনের জন্য বিচ্ছেদ পটাইতে ই তবে এবং বাসবদত্ত। মারা গিয়াছেন প্রকাশ করিয়ু কৌশলে মগধরাজ, কুমারীর সহিত মহারাজের বিবাহ দিতে হইবে। এই রূপ স্থির করিয়। মথা ঘেীগন্ধরায়ণ শিকার কfরবার জন্য মহারাজ উদয়নকে লাবণক নামক স্থানে যাইবার পরামর্শ দিলেন । ঐ স্থানে শিকারের বিশেষ উপযুক্ত ভাপিয়া মহারাজ উদয়ন বিশেষ আগ্রহ প্রকাশ করিলেন এবং বাসবদত্তাকে লইয়া সত্বর লাবণকে ধাইলার জন্ত আয়োজন করিতে আদেশ দিলেন । | > * | মহারাজ উদয়ন লাবণকে আসিয়ু। শিকারে বাস্থির झहेथ"cछन । mभन नभएग्न भ४ि५-। भक्षती नान्दनखोख्न সহিত পরামর্শ করিয়া তাছার আবাস-গৃহে ও সমস্ত গ্রামে আগুন লাগাইয়।দিয়া প্রচার করিলেন, মহারাণী বাসবদত্ত ও মন্ত্রী যোগন্ধরায়ণ পুড়িয়া মরিয়াছেন। - مسمسمسم سمسمسمة